এনএনবি : ইরাক যুদ্ধের পেছনে মূল ব্যক্তিদের একজন, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। নিউমোনিয়া ও হৃদরোগের জটিলতায় সোমবার ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। তার পরিবারের মঙ্গলবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। রিপাবলিকান নেতা চেনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আধুনিক যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তাকে সবচেয়ে ক্ষমতাধর ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে দেখা হয়।
ডিক চেনি ছিলেন ২০০৩ সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। তিনি দাবি করেছিলেন, সাদ্দাম হোসেনের ইরাকের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দেশটি হুমকি হয়ে উঠছে। সেই যুদ্ধে ইরাক ধ্বংসস্তূপে পরিণত হয়, সাদ্দাম হোসেনের পতন ঘটে। কিন্তু গণবিধ্বংসী কোনো অস্ত্রের অস্তিত্ব আর পাওয়া যায়নি। চেনি মার্কিন প্রশাসনের ভেতরেও বিতর্কিত ছিলেন। চেনির সঙ্গে বুশ প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তাÑ যেমন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এবং কনডোলিৎসা রাইসের বিরোধ দেখা দিয়েছিল। তিনি সন্ত্রাসবাদে জড়িত সন্দেহভাজনদের ওপর ‘এনহান্সড ইন্টারোগেশন’ (যন্ত্রণাদায়ক জিজ্ঞাসাবাদ) সমর্থন করেছিলেন, যার মধ্যে ‘ওয়াটারবোর্ডিং’ ও ‘স্লিপ ডিপ্রাইভেশন’-এর মতো পদ্ধতি ছিল। আন্তর্জাতিক অঙ্গনে এইসব পদ্ধতি ‘নির্যাতন’ বলে গণ্য হয়েছিল। চেনি প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণের পক্ষে ছিলেন। তিনি মনে করতেন, ওয়াটারগেট কেলেঙ্কারির পর থেকে, যে কেলেঙ্কারি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগে বাধ্য করেছিল- এতে প্রেসিডেন্টের ক্ষমতা ক্রমশ খর্ব হচ্ছিল। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজের কার্যালয়কেও শক্তিশালী করেন এবং প্রশাসনের ভেতরে নিজস্ব জাতীয় নিরাপত্তা কেন্দ্র গড়ে তোলেন। ডিক চেনির মেয়ে লিজ চেনিও রিপাবলিকান দলের প্রভাবশালী আইনপ্রণেতা হয়েছিলেন। তবে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ডনাল্ড ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেওয়ায় তিনি প্রতিনিধি পরিষদের আসন হারান। ডিক চেনি মেয়ের অবস্থানকে সমর্থন করে ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমাদের প্রজাতন্ত্রের ইতিহাসে ডনাল্ড ট্রাম্পের মতো বিপজ্জনক আর কেউ ছিল নেই।” চেনি তার জীবনের বেশিরভাগ সময়ই হৃদ্রোগের সমস্যায় ভুগেছেন। মাত্র ৩৭ বছর বয়সে তিনি প্রথম হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে আরও অনেকবার হৃদ্যন্ত্রে সমস্যায় ভোগেন। ২০১২ সালে তিনি হার্ট ট্রান্সপ্লান্ট করেছিলেন। চেনি ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডনাল্ড রামসফেল্ড ২০০৩ সালের মার্চে ইরাকে হামলা চালানোর জন্য সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন।
তিনি দাবি করেছিলেন, ইরাকের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার যোগাযোগ রয়েছে এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার সঙ্গে তাদের যোগ থাকতে পারেÑ যা পরে তদন্তে অসত্য প্রমাণিত হয়েছিল। চেনি মনে করেছিলেন, মার্কিন সেনাদের ইরাকে ‘মুক্তিদাতা হিসেবে অভিনন্দন জানানো হবে’ এবং যুদ্ধ ‘কয়েক সপ্তাহেই শেষ হবে।’ কিন্তু স্তবে সেই যুদ্ধ চলেছিল প্রায় এক দশক এবং প্রাণহানিও ব্যাপক হয়েছিল।
ইরাকে কোনও গণবিধ্বংসী অস্ত্র পাওয়া না গেলেও চেনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ওই সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে আগ্রাসন চালানো এবং তৎকালীন ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানো সঠিক সিদ্ধান্ত ছিল।
Leave a Reply