মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রাম। দীর্ঘ চার দশকের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হলো ৪১তম তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। ধর্মীয় আবহে পুরো এলাকা যখন আধ্যাত্মিকতায় ভরপুর, ঠিক তখনই শেষ দিনে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা গতকাল মাহফিলের তৃতীয় দিন। প্রধান তাফসিরকার হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা। তার আগমন ঘিরে আগেই তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ ও আলোচনা। কেননা তিনি কেবল একজন তাফসিরকারই নন, সাম্প্রতিক নির্বাচনী প্রেক্ষাপটে একজন সম্ভাব্য রাজনৈতিক মুখও। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিনই দেশের বরেণ্য আলেমদের বয়ান ছিল। ১ম দিন বক্তব্য রাখেন মাওলানা হাসান আল মামুন লাল (কুষ্টিয়া), বিশেষ আলোচনায় ছিলেন ক্বারী আবুল বাশার ও রাজন আলী ইমাম। ২য় দিন তাফসির করেন ঢাকা থেকে আগত মুফতি নুরুজ্জামান সাইফী, আলমডাঙ্গার মুফতি গোলাম মুক্তাদির ও মাওলানা ওসমান গণিও বক্তব্য দেন। শেষ দিন সূরা তওবার ১১১ নম্বর আয়াতের তাফসির পেশ করার কথা ছিল মুফতি আমীর হামজার। শেষ দিনের রাত ৯টার দিকে মঞ্চের সামনে সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিরা অবস্থান নিলে মাহফিল কর্তৃপক্ষ জানান “কেউ ভিডিও করতে পারবেন না, লাইভও নিষিদ্ধ।” বাধ্য হয়ে সাংবাদিকেরা স্থান ত্যাগ করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্ষোভ ও প্রশ্ন— ধর্মীয় মাহফিলে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ কেন? মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা বিশ্লেষণ। কেউ বলছেন, রাজনৈতিক বক্তব্য বা বিতর্কিত আলোচনার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্ক হয়েছে। অন্যজনের মত, মাহফিলকে ‘দলীয় মঞ্চ’ ভাবা হোক তা আয়োজকরা চান না। মুফতি আমীর হামজা— ধর্মীয় বক্তা, না কি উদীয়মান রাজনৈতিক মুখ? স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে এক সমাবেশে মুফতি আমীর হামজা জামায়াতের মনোনয়নপ্রাপ্ত হন। যদিও জামায়াতের কেন্দ্রীয় পদে তিনি নেই বলে জানা যায়, তবে ওলামা বিভাগে তার সক্রিয় ভূমিকার কথাও শোনা যায়। ধর্মীয় অঙ্গনে দীর্ঘদিনের বক্তা হিসেবে তিনি পরিচিত, অনুসারীদের দাবি— “তার আলোচনায় থাকে ইসলামিক রূপরেখা ও সামাজিক মূল্যবোধের আহ্বান।” ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। একজন সমাজকর্মীর ঝাঁঝালো মন্তব্য— “ধর্মীয় মাহফিলে মিডিয়া নিষিদ্ধ? তাহলে প্রশ্ন উঠবেই— কী গোপন?”
অন্যদিকে একজন ধর্মপ্রাণ অংশগ্রহণকারীর বক্তব্য— “মিডিয়া থাকলে মাহফিলের পবিত্রতা নষ্ট হয়। তাই সতর্কতা।” আলমডাঙ্গার ফরিদপুর এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। ধর্মীয় আনুষ্ঠানিকতা, নাকি নির্বাচনী কৌশল বিতর্ক থামছে না। বহু প্রশ্ন এখনো ঝুলে আছে— মিডিয়া নিষেধাজ্ঞা কি সত্যিই পবিত্রতার জন্য?
Leave a Reply