অসুস্থ্য, রোগাক্রান্ত গরুর সংখ্যাই বেশি
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরে মাঝে মধ্যেই মাইকিং করে মাত্র সাড়ে ৫শ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রির খবরে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ ক্রেতারা। যেখানে ৭শ থেকে সাড়ে ৭শ টাকার নিচে এক কেজি গরুর মাংস পাওয়াই দুস্কর সেখানে মাত্র সাড়ে ৫শ টাকায় এক কেজি গরুর মাংস যেন আকাশ কুসুম কল্পনা।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শহরের মজমপুর গেট কাঁচা বাজার সংলগ্ন এলাকায় তিন-চারজন ব্যক্তি সাড়ে ৫শ টাকায় গরুর মাংস বিক্রি করে আসছিল। বিক্রির দিন বিকেলে শহরজুড়ে তারা মাইকিং করে তার পর জবাইকৃত গরুর মাংস এনে সেখানে হাজির করা হয়। চলে অনেক রাত পর্যন্ত বিক্রি। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, মজমপুর গেট কাঁচা বাজার সংলগ্ন এলাকার ওই চক্রটি বিভিন্ন এলাকায় স্ট্রোক, অসুস্থ্য গরুর সন্ধান নিয়ে থাকে। বিভিন্ন হাটে তাদের লোক ফিট করা থাকে। হাটের মধ্যে অসুস্থ্য হয়ে পড়া, স্ট্রোক করা গরু পেলে এই চক্রটি তারা খবর দেয় ওই খবরের ভিত্তিতে চক্রটি তাৎক্ষণিক সেখানে হাজির হয়ে একটা নামকাওয়াস্তা দাম দিয়ে গরুটি কিনে এনে গোপনে জবাই করে বিক্রির জন্য উপস্থাপন করে। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এরই ধারাবাহিকতায় ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের মজমপুর গেইট এলাকায় মাইকিং করে নিম্ন মানের নষ্ট মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত মাংস ব্যবসায়ী রাজু আহম্মেদ দীর্ঘদিন ধরে শহরের চৌড়হাস, কাস্টমস মোড়,সাদ্দাম বাজার,মজমপুর গেইট এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে খাওয়ার অনুপযোগী অসুস্হ গরুর মাংস বিক্রয় করে আসছিল।
বুধবার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীনের অভিযোগের ভিত্তিতে মোবাইল টিম খাওয়ার অনুপযোগী মাংস জব্দ ও জরিমানা করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, বিবর্ণ ও খাওয়ার অনুপযোগী এসব মাংস এক শ্রেনীর ব্যবসায়ীরা অঞ্জাত জায়গা থেকে এনে বিক্রয় করে থাকে। শহরের রাজার হাট এলাকাতেও এ ধরনেরএকটি গ্রুপ সক্রিয় আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এলাকাবাসী জানিয়েছে, শুধু মাত্র জরিমানা করে এ ধরণের বড় অপরাধের শাস্তি হলে হবে না। এ ধরণের প্রতারক ব্যবসায়ীদের কারাদন্ড হওয়া উচিত।
Leave a Reply