1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 10:30 am
শিরোনাম :
কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা মিরপুরে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার ৫ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন, ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা বিএনপির ৩১ দফায় ক্রীড়ার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে: শরীফুজ্জামান শরীফ ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ভেড়ামারা বিএনপি নির্বাচনে পোস্টার, ড্রোন ও এআই ব্যবহার করা যাবে না মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের স্বরাষ্ট্র উপদেষ্টা ১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে নভেম্বরে ১০ দিনে রেমিট্যান্স এলো ১৩৪২০ কোটি টাকা

শতবর্ষে বাংলা সিনেমার স্পর্ধা ঋত্বিক ঘটক

  • প্রকাশিত সময় Wednesday, November 5, 2025
  • 11 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ বাংলা সিনেমার ইতিহাসে এমন নির্মাতা খুব কমই আছেন যার প্রতিটি ফ্রেম, সংলাপ আর ছন্দে সমাজ, রাজনীতি ও মানুষের গভীরতম বেদনার কথা বলে। ঋত্বিক ঘটক তাদেরই একজন। তাকে বাংলা সিনেমার স্পর্ধাও বলা হয়। তার মৃত্যুর পর বাংলার নন্দিত কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘তুমি গেছো স্পর্ধা গেছে বিনয় এসেছে….’ মঙ্গলবার ছিল ঋত্বিকের জন্মশতবর্ষ। এক শতাব্দী পেরিয়েও ঋত্বিক ঘটক রয়ে গেছেন আগুনের মতোই প্রাসঙ্গিক, তীক্ষè ও অনমনীয়। দেশভাগ, বঞ্চনা আর মানুষের বেঁচে থাকার লড়াই ছিল ঋত্বিক ঘটকের সিনেমার প্রাণ। ঢাকায় জন্ম নেওয়া এই অগ্নিশিল্পীর জীবন ছিল এক মহাকাব্য। দেশভাগের বিভীষিকা, বাস্তুচ্যুত মানুষের কান্না আর বাঙালির আত্মপরিচয়ের টানাপোড়েন; সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন সিনেমার বিপ্লবী কণ্ঠস্বর। রাজশাহীর মাটিতে কাটানো যৌবন, তারপর কলকাতার ব্যস্ত প্রান্তর। সব জায়গাতেই তিনি খুঁজেছেন একটাই প্রশ্নের উত্তর, ‘আমি কে, আমার দেশ কোথায়?’
সত্যজিৎ রায় একবার বলেছিলেন, ‘ঋত্বিক আমার থেকেও অনেক বেশি বাঙালি।’ আর মৃণাল সেনের মতে, ‘ঋত্বিক ছিল আমাদের মধ্যে সবচেয়ে বেপরোয়া।’ দুই কিংবদন্তির এই দুই উক্তিই যেন তার শিল্পীসত্তার সংক্ষিপ্ত জীবনী। মাত্র আটটি সিনেমা বানিয়েছেন ঋত্বিক। আর তাতেই প্রমাণ দিয়েছিলেন নির্মাণের মুন্সিয়ানা, ব্যতিক্রমী ভাবনার। ‘নাগরিক’, ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’সহ প্রতিটি ছবিই যেন একেকটি যুগান্তকারী দলিল। ঋত্বিকের সিনেমা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। সমাজ, শ্রেণি, বাস্তুচ্যুতি, প্রেম আর বেদনার সংমিশ্রণে তাঁর চলচ্চিত্র হয়ে উঠেছে বাঙালির অন্তর্লোকের প্রতিচ্ছবি। হলিউডের নামমাত্র প্রভাব ছাড়াই নিজস্ব ভাষা ও ছন্দে সিনেমাকে তিনি বানিয়েছেন কবিতা, করেছেন প্রতিবাদের হাতিয়ার। পশ্চিমা নির্মাতা মার্টিন স্করসেসি বলেছেন, ‘ঋত্বিক ঘটকের কাজ আজও অনুপ্রেরণা জোগায় প্রজন্মের পর প্রজন্মকে।’ ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। কিন্তু তার ফ্রেমে বন্দি মানুষ, নদী, কান্না আর বিপ্লব আজও বেঁচে আছে বাঙালির রক্তে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640