1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 10:47 am
শিরোনাম :
নতুন করে ফিরছে আজম খানের ‘উচ্চারণ’ নতুন পরিচয়ে সৃজিত জামালপুরে রক ফেস্ট মাতাবে লালন ব্যান্ড, গাইবেন সাইফ শুভ কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা মিরপুরে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার ৫ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন, ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা বিএনপির ৩১ দফায় ক্রীড়ার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে: শরীফুজ্জামান শরীফ ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ভেড়ামারা বিএনপি নির্বাচনে পোস্টার, ড্রোন ও এআই ব্যবহার করা যাবে না

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নাহিদ ইসলাম

  • প্রকাশিত সময় Wednesday, November 5, 2025
  • 10 বার পড়া হয়েছে

এনএনবি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আসনগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলের নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ। নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে।
“জুলাই সনদে সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি।” তিনি বলেন, সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তার দল। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ‘অগ্রণী’ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া সর্বাধিক আসনে শাপলা কলির জন্য প্রার্থী দেবেন তারা। নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী সংস্কৃতি হিসেবে দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। “বরং এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। তো আমরা সে উদ্দেশ্যে কাজ করছি।”
আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি।
গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন (৪৫)। অপর চোখেও দেখছিলেন ঝাপসা। মুখম-লের পাশাপাশি গলায়ও একাধিক গুলি লেগেছিল তার। চিকিৎসক জানিয়েছিলেন, গলায় লাগা গুলির স্পিøন্টার শ্বাসনালি ছুঁয়ে আছে, এটি বের করা দুঃসাধ্য। শরীরে এ স্পিøন্টার নিয়েই ১৫ মাস পর গত ১৬ অক্টোবর রাতে মারা যান সালাউদ্দিন।
তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর নাহিদ সাংবাদিকদের দেওয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “নির্বাচনের ডামাডোলে যাতে আহত ভাই ও শহীদ পরিবারগুলোর কথা ভুলে না যাই।
“না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মত এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে।” সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এ সময় তার সঙ্গে ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640