এনএনবি : ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে দেশটির প্রেসিডেন্ট পদে নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর ‘সিক্সটি মিনিটস’ প্রোগ্রোমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যুদ্ধ হবে বলে আমি মনে করি না। তবে তারা আমাদের সঙ্গে ভাল ব্যবহার করছে না।” ভেনেজুয়েলায় বিশেষ করে প্রেসিডেন্ট মাদুরর দিন হাতে গোনা কিনা জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, “আমি বলব হ্যাঁ। আমি তাই মনে করি।” ভেনেজুয়েলায় স্থল হামলার সম্ভাবনা আছে কিনা- এ প্রশ্নের জবাবে ট্রাম্পের জবাব, “এমন হামলা চালাব কি না তা নিয়ে আমি একজন সাংবাদিকের সঙ্গে কথা না-ই বলি।” ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে ট্রাম্প রোববার বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানার কথা ভাবছেন না তিনি। সিবিএস এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকারটি রোববারেই প্রচারিত হয়। ল্যাটিন আমেরিকায় মাদক-পাচারের বিরুদ্ধে বিশেষ করে, ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান জোরদার হওয়ার মধ্যে তার এই মন্তব্য এল। ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে। গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়, এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে। সিবিএস নিউজ জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের এসব হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমন হামলা বাড়তে থাকার মধ্যে গত মাসের শেষ দিকে ভেনেজুয়েলার কাছে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের। তবে মাদুরো এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। দুই দেশের মধ্যে অচলাবস্থা আরও বেড়ে যায় গত মাসে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দেয়। সমুদ্র অঞ্চল ভালভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্থলভাগও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় আছেন বলে এর আগে জানিয়েছিলেন ট্রাম্প। বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে দেশটির বৈধ নেতা বলে স্বীকৃতি দেয়নি। ২০২৪ সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠ এবং অবাধ নয় বলে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এই অবস্থান। সম্প্রতি ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দেশটিতে এমন শঙ্কাই জোরাল হচ্ছে যে, এই সামরিক তৎপরতার মধ্য দিয়ে ট্রাম্প তার দীর্ঘদিনের বিরোধী শাসককে (মাদুরো) ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন।
Leave a Reply