দৌলতপুর থেকে আতিয়ার রহমান ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সোমবার দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দৌলতপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বইছে। মনোনয়নের খবর জানা মাত্র উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ধানের শীষের প্রার্থী বাচ্চু মোল্লার বাড়িতে ছুটে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে মঙ্গলবার দুপুরে বাচ্চু মোল্লা অন্যান্য মনোনয়নপ্রত্যাশীদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রথমে তিনি ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের চুয়ামল্লিকপাড়াস্থ বাড়িতে যান এবং তাকে সঙ্গে নিয়ে দলের ঐক্যের আহ্বান জানান। পরে বিএনপির সাবেক সভাপতি ও আরেক মনোনয়নপ্রত্যাশী আলতাফ হোসেনের বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “আমাদের নিজেদের ভিতরে থাকা সব ভেদাভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেন এই আসনটি আমরা ধানের শীষের পক্ষে জয় করতে পারি। আজ থেকেই আমরা সবাই একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” তিনি আরো বলেন, দল আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামান শামীম, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply