কাগজ প্রতিবেদক ॥ সম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবি পেশাজীবি সংগঠন ঢাকা বিশ^বিদ্যালয় এক্স স্ট্রডেন্ট এসোসিয়েশন ডুসাক’র কুষ্টিয়াস্থ কমিটি গঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া সরকারী কলেজের সম্মুখস্থ ডুসাক কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ডুসাক সদস্যদের এক মতবিনিময়ের মধ্যদিয়ে গঠিত সিদ্ধান্তে বিদ্যমান ডুসাক কমিটি পূর্নগঠন করা হয়। নব গঠিত কমিটিতে পূনরায় বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম টুকু ভাই’কে সভাপতি এবং কুষ্টিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হুসাইনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নব গঠিত কমিটির পরিচিতি ঘোষনা করা হয়। এ সময় এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ- সভাপতি প্রফেসর ড. মোহাঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি প্রফেসর মোঃ কবুয়াত আলী বিশ্বাস, প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদেকুর রহমান, নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুসাইন, সংগঠনিক সম্পাদক মোঃ নাহারুল হায়াত, দপ্তর সম্পাদক খন্দকার হারুন অর রশিদ, অর্থ সম্পাদক জনাব মোঃ মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জনাব বদিউজ্জামান বাবুল, প্রকাশনা সম্পাদক জনাব মোঃ জাকারিয়া মিতুল, সহ- প্রকাশনা সম্পাদক জনাব মো: শাহরিয়ার হোসেন, সহ- অর্থ সম্পাদক জনাব মোঃ ওয়াসিম আকরাম,সহ -সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. লাবণ্য কুমার সরকার, নির্বাহী সদস্য মোঃ আশরাফুল আলম, সহ- সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব নাজনীন নাহার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নব গঠিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply