এনএনবি : ভারতের তেলেঙ্গানায় পাথরবোঝাই লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার স্থানীয় সময় সকালে হায়দরাবাদ থেকে ৬০ কিলোমিটার দূরে রাঙ্গারেড্ডি জেলায় হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছে এনডিটিভি।
বাসটি তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের; ভিকারাবাদের তান্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। দুর্ঘটনার সময় তাতে ৭০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে।
লরির সঙ্গে সংঘর্ষের পর বাসের আরোহীদের অনেকেই পাথরের নিচে চাপা পড়েন।
নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, ১০ নারী এবং বাস ও লরির দুই চালকও আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর গণমাধ্যমে আসা হৃদয় বিদারক ভিডিওতে পাথরের নিচে চাপা পড়া অনেক যাত্রীকে সাহায্যের জন্য চিৎকার করতে শোনা গেছে। আহতদের বের করতে পুলিশ ও উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হয়েছে। উদ্ধারকারী দলকে বাস কেটে মৃতদেহ বের করতে হয়েছে। বাসটির চালক এবং তার আসনের পেছনে থাকা ছয়টি সারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব আসনে থাকা যাত্রীদের বেশিরভাগই ঘটনাস্থলে নিহত হয়েছে।
Leave a Reply