বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলার ইতিহাসঘেরা আলমডাঙ্গার কুমারী গ্রাম। আর সেই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে শতবর্ষের স্মৃতি ধারণ করা জমিদার বাড়ি এক সময়ের ক্ষমতার প্রতীক, সংস্কৃতি-চর্চার মিলনমঞ্চ এবং জনকল্যাণের এক সমৃদ্ধ কেন্দ্রস্থল। আজ ধ্বংসপ্রায় দেয়ালের নীরবতা আর হারিয়ে যাওয়া জৌলুসের ভগ্নচিহ্নই যেন বলে যায় তার অতীতের গৌরবের কথা। এ বাড়ির যাত্রা শুরু ব্রিটিশ আমলে। স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, জমিদার পরিবারটি শুধু সম্পদশালীই ছিলেন না; সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে তাঁরা ছিলেন অগ্রণী। কুমারীর জমিদার বাড়ি ছিল একসময় আশপাশের সর্বস্তরের মানুষের আস্থা ও আশ্রয়স্থল। ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উৎসব, সাংস্কৃতিক আসর—কত স্মৃতির ভার বয়ে বেড়ায় এই পুরোনো পাথর আর কাঠের দেয়াল! সময়, সমাজব্যবস্থা ও রাজনীতির পালাবদলে জমিদার প্রথা বিলুপ্ত হয়। বৈভবের প্রাচীর ভেঙে যায়, পরিবার ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। একসময় যে উঠোনে ঘোড়ার গাড়ির চাকায় ধুলো উড়ত, যেখানে সকাল-সন্ধ্যা ধ্বনিত হতো সংগীত ও অতিথিদের কোলাহল—সেই জমিদার বাড়ি আজ যেন নিঃশব্দ এক বেদনার স্তম্ভ। এই ঐতিহ্যের শেষ কণ্ঠস্বর হয়ে এখনও সেখানে বাস করেন অর্ধেন্দু কুমার শাহা পূর্বপুরুষের স্মৃতি, দায়িত্ব এবং বেদনাকে ছায়ার মতো সাথে নিয়ে। স্মৃতিমাখা চোখে তিনি বলেন, “এই বাড়ির প্রতিটি ইট আমাদের ইতিহাস। একসময় এই উঠোনে মানুষের সমাগমে জায়গা পাওয়া যেত না। আজ সব হারালেও স্মৃতি আর দায়িত্ব আমাকে বাঁচিয়ে রেখেছে।” স্থানীয় জনগণ বলছেন, এই জমিদার বাড়িটি শুধু স্থাপনা নয়—এ অঞ্চলের এক অমূল্য ঐতিহ্য। যথাযথ সংরক্ষণ ও সংস্কার করলে এটি হয়ে উঠতে পারে চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দর্শনীয় স্থান, যা আকর্ষণ করবে গবেষক, ইতিহাসপ্রেমী ও পর্যটকদের। ইতিহাস হারিয়ে যাওয়ার আগেই কুমারীর জমিদার বাড়িকে সংরক্ষণের দাবি জানাচ্ছেন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা—সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এই জমিদার বাড়ি নতুন করে ফিরে পাবে তার হারানো গৌরব, আর পরবর্তী প্রজন্ম হাতে পাবে অতীতের মূল্যবান ঐতিহ্যের সোপান। কালের দলিল হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়ি যেন আর না হারায় ইতিহাসের ধুলায়— এখনই জরুরি সংরক্ষণের পদক্ষেপ।
Leave a Reply