1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 7:16 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আলমডাঙ্গার কুমারীর জমিদার বাড়ি কালের নীরব সাক্ষী ও শেষ উত্তরাধিকারীর প্রহরায় টিকে থাকা উত্তরাধিকার

  • প্রকাশিত সময় Tuesday, November 4, 2025
  • 14 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলার ইতিহাসঘেরা আলমডাঙ্গার কুমারী গ্রাম। আর সেই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে শতবর্ষের স্মৃতি ধারণ করা জমিদার বাড়ি এক সময়ের ক্ষমতার প্রতীক, সংস্কৃতি-চর্চার মিলনমঞ্চ এবং জনকল্যাণের এক সমৃদ্ধ কেন্দ্রস্থল। আজ ধ্বংসপ্রায় দেয়ালের নীরবতা আর হারিয়ে যাওয়া জৌলুসের ভগ্নচিহ্নই যেন বলে যায় তার অতীতের গৌরবের কথা। এ বাড়ির যাত্রা শুরু ব্রিটিশ আমলে। স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, জমিদার পরিবারটি শুধু সম্পদশালীই ছিলেন না; সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে তাঁরা ছিলেন অগ্রণী। কুমারীর জমিদার বাড়ি ছিল একসময় আশপাশের সর্বস্তরের মানুষের আস্থা ও আশ্রয়স্থল। ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উৎসব, সাংস্কৃতিক আসর—কত স্মৃতির ভার বয়ে বেড়ায় এই পুরোনো পাথর আর কাঠের দেয়াল! সময়, সমাজব্যবস্থা ও রাজনীতির পালাবদলে জমিদার প্রথা বিলুপ্ত হয়। বৈভবের প্রাচীর ভেঙে যায়, পরিবার ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। একসময় যে উঠোনে ঘোড়ার গাড়ির চাকায় ধুলো উড়ত, যেখানে সকাল-সন্ধ্যা ধ্বনিত হতো সংগীত ও অতিথিদের কোলাহল—সেই জমিদার বাড়ি আজ যেন নিঃশব্দ এক বেদনার স্তম্ভ। এই ঐতিহ্যের শেষ কণ্ঠস্বর হয়ে এখনও সেখানে বাস করেন অর্ধেন্দু কুমার শাহা পূর্বপুরুষের স্মৃতি, দায়িত্ব এবং বেদনাকে ছায়ার মতো সাথে নিয়ে। স্মৃতিমাখা চোখে তিনি বলেন, “এই বাড়ির প্রতিটি ইট আমাদের ইতিহাস। একসময় এই উঠোনে মানুষের সমাগমে জায়গা পাওয়া যেত না। আজ সব হারালেও স্মৃতি আর দায়িত্ব আমাকে বাঁচিয়ে রেখেছে।” স্থানীয় জনগণ বলছেন, এই জমিদার বাড়িটি শুধু স্থাপনা নয়—এ অঞ্চলের এক অমূল্য ঐতিহ্য। যথাযথ সংরক্ষণ ও সংস্কার করলে এটি হয়ে উঠতে পারে চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দর্শনীয় স্থান, যা আকর্ষণ করবে গবেষক, ইতিহাসপ্রেমী ও পর্যটকদের। ইতিহাস হারিয়ে যাওয়ার আগেই কুমারীর জমিদার বাড়িকে সংরক্ষণের দাবি জানাচ্ছেন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা—সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এই জমিদার বাড়ি নতুন করে ফিরে পাবে তার হারানো গৌরব, আর পরবর্তী প্রজন্ম হাতে পাবে অতীতের মূল্যবান ঐতিহ্যের সোপান। কালের দলিল হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়ি যেন আর না হারায় ইতিহাসের ধুলায়— এখনই জরুরি সংরক্ষণের পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640