আলমডাঙ্গা ব্যুরো ॥ “কৃষিই সমৃদ্ধি”—এই মূলমন্ত্র সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আলমডাঙ্গায়। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন— “বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিকায়ন ও প্রণোদনা অপরিহার্য। বিনামূল্যে এই বীজ ও সার কৃষকদের অর্থনৈতিক স্বস্তি দেবে এবং উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে। সরকারের মানবিক এই উদ্যোগ মাঠ পর্যায়ে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন— “গ্রামাঞ্চলের অর্থনীতি কৃষিনির্ভর। তাই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো মানেই দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া। সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখছে।” উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তাদের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহায়তা অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে আমরা কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছি।” উপস্থিত কৃষকরা জানান, বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে এ ধরনের সরকারি সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। সঠিক সময়ে এই উপকরণ পেয়ে তারা আগাম মৌসুমের প্রস্তুতি আরও জোরদার করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। প্রণোদনা বিতরণের পরিমাণ (৫ জন কৃষকের জন্য) ডিএপি সার=৫০ কেজি (১ বস্তা) এমওপি সার=৫০ কেজি (১ বস্তা) সরিষা বীজ=৫ কেজি। শেষে কৃষি কর্মকর্তারা বলেন— “কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার ও কৃষক মিলেই কাজ করছে। মাঠ পর্যায়ে সহায়তা আরও জোরদার করা হবে। ‘কৃষিই সমৃদ্ধি’—এই লক্ষ্য বাস্তবায়নে আমরা জনগণের পাশে আছি এবং থাকব।”
Leave a Reply