মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এ সময় তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি নিরলসভাবে কাজ করছে। এই প্রশিক্ষণ শুধুই শেখার নয়, বরং এটি হবে নারীর ক্ষমতায়নের এক কার্যকর হাতিয়ার। তিনি আরো বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। এই প্রশিক্ষণ তরুন-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। যা ভবিষ্যতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ অতিথি ছিলেন সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, সদরপুর ইউপি আনসার ও ভিডিপি কমান্ডার কামাল হোসেন প্রমুখ। এ প্রশিক্ষনে সদরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০ জন পুরুষ ও ২০ জন মহিলা অংশ গ্রহন করেন।
Leave a Reply