1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 9:10 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

মিশরের গ্র্যান্ড মিউজিয়াম উদ্বোধন তুতেনখামেনের সমাধি প্রথম পুরোপুরি প্রদর্শন

  • প্রকাশিত সময় Sunday, November 2, 2025
  • 18 বার পড়া হয়েছে

এনএনবি : প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, গিজায় খুফুর গ্রেট পিরামিডের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মিশরের বিশাল প্রতœতাত্ত্বিক জাদুঘর‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’ (জিইএম)। বিশ্বের বৃহত্তম প্রতœতাত্ত্বিক জাদুঘর হিসেবে যাত্রা শুরু করা এই মিউজিয়ামে স্থান পেয়েছে প্রায় এক লাখ প্রতœবস্তু। যা মিসরের প্রাক-রাজবংশীয় যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান আমল পর্যন্ত প্রায় সাত হাজার বছরের ইতিহাস তুলে ধরেছে। জাদুঘরটির উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ। বিশিষ্ট মিশরবিদরা মনে করছেন, এই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে বিদেশে থাকা গুরুত্বপূর্ণ মিশরীয় নিদর্শন ফেরত আনার দাবি আরও জোরদার হবে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ মিউজিয়ামের বিখ্যাত ‘রোসেটা স্টোন’। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (জিইএম)-এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে, বালক রাজা তুতেনখামেনের অক্ষত সমাধি থেকে উদ্ধার করা পুরো সংগ্রহ প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শন। এর মধ্যে রয়েছে তার সোনার মুখোশ, সিংহাসন, রথসহ ৫ হাজার ৫০০টিরও বেশি সামগ্রী। আন্তর্জাতিক ‘ইজিপ্টোলজিস্ট অ্যাসোসিয়েশন’- এর সভাপতি ও জিইএম-এর সাবেক প্রধান ড. তারেক তাওফিক বলেন, “তুতেনখামেনকে এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি, যাতে কিছুই বাদ না যায়, কিছুই অন্য জাদুঘরে না যায়, যেন দর্শকরা শত বছর আগের হাওয়ার্ড কার্টারের মতো সেই অভিজ্ঞতা পান।” প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই জাদুঘর বছরে ৮০ লাখ দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে, যা সংকট-পরবর্তী মিশরীয় পর্যটনে বড় ধরনের গতি আনবে। তুতেনখামেনের প্রদর্শনীর পাশাপাশি এখানে দেখা যাবে ৪ হাজার ৫০০ বছর পুরনো খুফু ফারাওয়ের মৃতদেহবাহী নৌকা, যা প্রাচীন বিশ্বের সবচেয়ে পুরনো সংরক্ষিত জাহাজগুলোর একটি। জাদুঘরটি ৫ লাখ বর্গমিটার, যার বাইরের অংশে হায়ারোগ্লিফিক খোদাই ও অ্যালাবাস্টার পাথরের ত্রিভুজাকার নকশা, আর প্রবেশদ্বারটি পিরামিড আকৃতির। মিশরের সাবেক পর্যটন ও প্রতœতত্ত্বমন্ত্রী ড. জাহি হাওয়াস, বলেন, “এটি আমার স্বপ্ন ছিল। এই জাদুঘর মিশরীয়দের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমরা এখন আর কেবল খনন বা সংরক্ষণে নয়, নিজের ঐতিহ্যের কিউরেটরও।” তিনি বলেন, “আমি চাই তিনটি বস্তু ফেরত আসুক, রোসেটা স্টোন, লুভর জোডিয়াক (প্রাচীন মিশরীয় খোদাই করা পাথর), এবং বার্লিনের আবক্ষ মূর্তি নেফারতিতি ভাস্কর্য।” জাদুঘরটি শুধু দর্শনের স্থান নয়, এটি গবেষণা ও সংরক্ষণের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবেও কাজ করবে। এখানে মিশরীয় বিশেষজ্ঞরাই তুতেনখামেনের বর্ম ও অন্যান্য নিদর্শন পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন। জিইএম-এর সাবেক প্রধান তাওফিক বলেন, “প্রাচীন মিশরের ইতিহাসের সঙ্গে আমরা আধুনিক মিশরকেও তুলে ধরছি, কারণ এই জাদুঘর গড়েছে মিশর নিজেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640