প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে ৩০ কোটি টাকার নিয়োগ কেলেঙ্কারিতে তোলপাড় সারাদেশ। নিয়োগ পরীক্ষায় নেক্কারজনক দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিচার ও শাস্তির দাবিতে আন্দোলন করছেন ছাত্র-জনতা। এরই মধ্যে সরকারি সম্পদ অবৈধভাবে দখলের অনুমতি দিয়ে ৩ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। উচ্ছেদের মাত্র ৯দিনের মাথায় একই জায়গায় এই দোকানঘর নির্মাণের অনুমতি দেয়া নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ২২ অক্টোবর শহরের কলেজ মোড়ের অবৈধ দখলদার বলে উচ্ছেদ করে পৌর প্রশাসন। প্রশাসনের এমন ভুমিকায় প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে পুনরায় কলেজ মোড়ে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে রোববার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুত্রে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কুষ্টিয়া শহরের দীর্ঘদিনের যানজট নিরসনের উদ্যোগ নেয় তৎকালীন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। সেসময় সরকারি জায়গা দখলমুক্ত করতে শহরের সবচেয়ে যানজট এলাকা কলেজ মোড়ের সড়ক ঘেঁষে গড়ে উঠা ১৯টি দোকানের বরাদ্দ বাতিল করেন পৌর প্রশাসক। তখন থেকেই দোকানগুলি উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল প্রশাসন। কিন্তু নানা বাঁধার কারণে বারবার থমকে যায় উচ্ছেদ অভিযান। সম্প্রতি পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে কলেজ মোড় এলাকায় সেই ১৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রশাসন। অভিযানকালে জানানো হয়েছিল, শহরকে শৃঙ্খলিত ও জনসাধারণের চলাচল নির্বিঘœ রাখতেই এ অভিযান।
তবে এক মিনিটের জন্যও সেই উচ্ছেদের সুফল ভোগ করতে পারেনি সাধারণ মানুষ। একই জায়গায় মাত্র ৯দিনের মাথায় আবারো দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। দোকান মালিকরা জানান, প্রশাসনের অনুমতি নিয়েই তারা নির্মাণ কাজ শুরু করেছেন। এনিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, যানজট নিরসনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখন অর্থের বিনিময়ে ভেস্তে যাচ্ছে। স্থানীয়রা জেলা প্রশাসনের কাছে এই অবৈধ স্থাপনাকে বৈধতা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিযোগ উঠেছে, ওই স্থানে ২০টি দোকানঘর নির্মাণের একটি ডিজাইন করেছে পৌর প্রশাসন। স্বাক্ষর বিহীন ওই ডিজাইনের কোন দোকান কত ফুট লম্বা ও চওড়া হবে তা উল্লেখ করে দেয়া হয়েছে। এমনকি ওই ডিজাইনের বরাদ্দপ্রাপ্ত দোকানের নাম উল্লেখ করে দেয়া রয়েছে। সেই মাপ অনুযায়ী অঘোষিত বরাদ্দপ্রাপ্ত মালিকরা রাতারাতি দোকানের নির্মাণ কাজ শুরু করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক মালিক বলেন, দোকান প্রতি সাড়ে ১২ লাখ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন জেলা প্রশাসন কার্যালয়ের এক কর্মকর্তা। মামুন নামে এক দালালের মাধ্যমে এই টাকা আদায় করা হয়। ওই দোকান মালিকের দাবি, তারা প্রায় ৩ কোটি টাকা উত্তোলন করে দিয়েছেন। মাত্র দুইদিন আগে একই দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সরকারী গোয়েন্দা সংস্থা ও দুদক। ওই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে প্রায় ৩০ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উচ্ছেদ করা স্থানেই চলছে নতুন স্থাপনা নির্মাণকাজ। তবে শ্রমিকেরা কার নির্দেশে কাজ করছেন, সে বিষয়ে কেউ কথা বলতে চাননি। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাবশালী মহলের মদদেই ফের এই দখল চলছে। এতে উচ্ছেদ অভিযান কার্যত মুখ থুবড়ে পড়ছে বলে মন্তব্য করছেন তারা। কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, ‘এই শহরে যানজট একটি বড় সমস্যা। সড়ক প্রশস্তকরণের লক্ষে পরিচালিত উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সেখানে আবার নতুন করে স্থাপনা নির্মাণ করা নিছক হাস্যকর। শুনছি নতুন করে বরাদ্দও দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়া আমাদের গভীরভাবে হতাশ করেছে।’
পরিবেশবিদ কবিরুল ইসলাম বলেন, ‘দেশের অনেক শহরে রাস্তা প্রশস্ত করতে বড় বড় ভবনও ভাঙতে দেখা গেছে। কুষ্টিয়ার কলেজ মোড়ে দখলমুক্ত করে কিছু দোকান উচ্ছেদ হওয়ায় মনে হয়েছিল শহরের রাস্তাগুলো প্রশস্ত করার কাজ অবশেষে শুরু হয়েছে। এটি মাইলফলক হবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার একই জায়গায় নতুন করে দোকান গড়ে উঠছে। এই ভাঙা-গড়ার খেলায় আমাদের আশার আলো নিভে গেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, তবে কুষ্টিয়ার সব রাস্তা প্রশস্ত করার জোর দাবি জানাচ্ছি।’
বিষয়টি স্বীকার করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, নির্মাণকাজের বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক নেতারা সবাই অবগত। আগেই পৌরসভা থেকে কিছু জায়গা বরাদ্দ দেয়া ছিল। তবে সড়ক প্রশস্ত করার জায়গা রেখেই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। তা না মানলে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।’ টাকা লেনদেনের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘অনেকেই অনেক কিছু বলবে এটাই স্বাভাবিক। এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এই অবৈধ দখলদারদের প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আমরা একজোট হয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামব।”
এদিকে রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেশব্যাপী সমালোচিত কুষ্টিয়া সিভিল সার্জনের নিয়োগ পরীক্ষায় নেক্কারজনক দুর্নীতিতে জড়িতদের বিচারের মুখোমুখি ও সরকারি কলেজ মোড়ে সরকারি সম্পদ দখল ও অবৈধ লেনদেনের মাধ্যমে আবারো দোকানঘর নির্মাণের অনুমতি দেয়ার প্রতিবাদে ডিসি কোর্ট ঘেরাও ও বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ ছাত্র-জনতা।
Leave a Reply