1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 11:04 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু ২ হাজার ডলার দেবেন ট্রাম্প তাইওয়ানে ধেয়ে যাচ্ছে টাইফুন ফুং-ওং সরিয়ে নেওয়া হল ৩ সহস্রাধিক মানুষকে ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদ-’ বিল অনুমোদন বুথফেরত জরিপ বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ-বিজেপি জোট ঢাকায় একমঞ্চে জেমস ও আলী আজমতের সঙ্গে গাইবেন পুনম-মধুবন্তী নতুন করে ফিরছে আজম খানের ‘উচ্চারণ’ নতুন পরিচয়ে সৃজিত জামালপুরে রক ফেস্ট মাতাবে লালন ব্যান্ড, গাইবেন সাইফ শুভ কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়

  • প্রকাশিত সময় Sunday, November 2, 2025
  • 32 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি২০তে ৪ উইকেটে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির টি২০ রেকর্ডকে ছাড়িয়ে ড়েছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৪৭ বলে ম্যাচ জয়ী ৬৮ রানের ইনিংস খেলেন বাবর। এর মধ্যে ছিল ৯টি বাউন্ডারি। এর মাধ্যমে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ৪০টি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাবর। কোহলি করেছিলেন ৩৯টি। এই তালিকায় ৩৭টি হাফ সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৩১টি হাফ সেঞ্চুরি করেন চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান জয়ের জন্য ১৪০ রানে টার্গেট পায়। বাবরের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৬ বল বাকি থাকতে পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে।এর আগে ছয় বল খেলে শুন্য রানে ওপেনার সাইম আইয়ুব বিদায় নিলে পাকিস্তান শুরুতে ধাক্কা খায়। কিন্তু দ্বিতীয় উইকেটে বাবর ও শাহিবজাদা ফারহান মিলে ৩৬ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ফারহান ১৮ বলে ১৯ রান করেন।এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক সালমান আলি আগার সাথে ৭৬ রানের ম্যাচ জয়ী জুটি গড়ে তুলেন বাবর। আগা ২৬ বলে দ্রুত ৩৩ রান সংগ্রহ করেন। ১৩৩ রানে ৬ উইকেটে পতনের পর ফাহিম আশরাফ ও উসমান খাজা পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান।এর আগে টসজয়ী পাকিস্তান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শাহীন শাহ আফ্রিদী ও সালমান মির্জার নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায়। আফ্রিদী ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। সালমান ১ উইকেট নিলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ১৬। প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস সর্বোচ্চ ৩৪ রান করেন। আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর ফয়সালাবাদে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640