1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 2:45 am
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

সীমান্ত, ষড়যন্ত্র ও রাজনীতি বাংলার রাজনৈতিক থ্রিলারের নতুন মাত্রা ‘রক্তবীজ ২’

  • প্রকাশিত সময় Saturday, November 1, 2025
  • 15 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ গেল দুর্গাপূজায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সর্বশেষ সৃষ্টি ‘রক্তবীজ ২’। বাংলা চলচ্চিত্রে রাজনৈতিক থ্রিলার খুব কম দেখা যায়। বাণিজ্যিক গল্প, পারিবারিক নাটক বা রোমান্টিক কাহিনির ভিড়ে রাষ্ট্রীয় গোপনচরবৃত্তি, রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক ষড়যন্ত্রের গল্প খুব কমই উঠে আসে। এই ঘাটতি পূরণে ‘রক্তবীজ ২’ নিঃসন্দেহে সাহসী এবং পরিণত পদক্ষেপ। প্রেক্ষাপট ও প্রেরণা : সিনেমার গল্পের প্রেরণা এসেছে উপমহাদেশের বাস্তব ইতিহাস থেকে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর রাজনৈতিক জীবন এবং কূটনৈতিক কর্মকা- সিনেমার মূল ভিত্তি। চলচ্চিত্রটি তৈরি হয়েছে সাংবাদিক ও লেখক গৌতম লাহিড়ীর লেখা বই ‘প্রণব মুখার্জী: রাজনীতি ও কূটনীতির ছায়া’ অনুসরণে। তবে পরিচালকরা শুধুই ইতিহাসের ফ্রেমে থেমে থাকেননি; গল্পে জুড়ে দিয়েছেন কল্পনা, সাসপেন্স ও মানসিক দ্বন্দ্বের সূক্ষ্ম বুনন। গল্প ও নির্মাণশৈলী : ছবির শুরু থেকেই দর্শক টানতে সক্ষমÑ সীমান্তের অন্ধকার গলিপথ, রহস্যময় বার্তা বিনিময় এবং রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস। অঙ্কুশ হাজরা অভিনীত মুনির আলম সীমান্ত পেরিয়ে দুই দেশের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে চায়। তার পরিকল্পনার জালে আটকা পড়ে তদন্ত কর্মকর্তা পঙ্কজ সিংহ (আবীর চট্টোপাধ্যায়) এবং সহকর্মী সংযুক্তা (মিমি চক্রবর্তী)। জিনিয়া সেনের লেখা চিত্রনাট্য গল্পকে ধীরে ধীরে উন্মোচিত করে; অতীতের স্মৃতি, ব্যক্তিগত ক্ষত এবং দায়িত্ববোধের দ্বন্দ্ব গল্পকে শক্তিশালী করেছে। চিত্রনাট্যের গতি ধারাবাহিক এবং সংলাপ সম্পূর্ণ প্রাসঙ্গিক। চরিত্র ও অভিনয় : আবীর চট্টোপাধ্যায় একেবারেই সাধারণ অ্যাকশন নায়ক নন; তিনি একজন দ্বিধাগ্রস্ত মানুষ, যার নিজের দায়িত্ববোধ ও ব্যক্তিগত স্মৃতির দ্বন্দ্ব গল্পের মূল গভীরতা তৈরি করেছে। মিমি চক্রবর্তী নারী-পুলিশের দৃঢ়তা এবং সংবেদনশীলতার সংমিশ্রণ দেখিয়েছেন। অঙ্কুশ হাজরা অভিনীত মুনির আলম কেবল ভয়ঙ্কর নয়, চিন্তাশীলও; চোখের শীতলতায় লুকিয়ে আছে অতীতের ক্ষত এবং প্রতিশোধস্পৃহা। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস এবং কৌশানী মুখোপাধ্যায়ের উপস্থিতি গল্পকে আরও বাস্তবসম্মত করেছে। চিত্রগ্রহণ ও সঙ্গীত : সীমান্ত এলাকার দৃশ্যগুলোতে আলোর খেলায় উত্তেজনা ও গোপন আতঙ্ক ফুটে উঠেছে। শহর ও গ্রামের পার্থক্য, কাঁটাতার এবং আন্তর্জাতিক দৃশ্যের ব্যবহার ভিজ্যুয়াল গভীরতা দিয়েছে। সঙ্গীত গল্পের আবহে সুন্দরভাবে মিশেছে, যদিও ব্যাকগ্রাউন্ড স্কোর আরও গভীর আবেগ তৈরি করতে পারত। অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবনির্ভর এবং অতিরিক্ত শৌখিন নয়।
থিম ও বার্তা : ‘রক্তবীজ ২’ মূলত রাজনৈতিক থ্রিলার হলেও ভেতরে লুকিয়ে আছে মানবিক অনুসন্ধান। সিনেমা প্রশ্ন তোলেÑ রাষ্ট্রের নিরাপত্তার নামে আমরা কি মানবিকতার সীমা অতিক্রম করি? সীমান্ত কি শুধুই ভূগোলের রেখা, নাকি মানুষের মনের মধ্যেও বিভাজন সৃষ্টি করে? সন্ত্রাস ও ষড়যন্ত্রের মধ্যে যেমন রাজনীতি আছে, তেমনি আছে ব্যর্থ প্রেম, নীরব ক্ষোভ এবং ব্যক্তিগত যন্ত্রণার ইতিহাস। এখানেই ছবির শক্তি; এটি শুধু গল্প নয়, চিন্তার আয়না। সীমাবদ্ধতা : কিছু সংলাপ ঘরানাভিত্তিক ক্লিশে মনে হতে পারে। রোমান্টিক সাবপ্লট কিছু জায়গায় থ্রিলারের গতি কমিয়েছে। শেষের রাজনৈতিক মোড় ও ক্লাইম্যাক্টিক দৃশ্য আরও সংক্ষিপ্ত এবং তীব্র হলে সিনেমাটি আরও নিখুঁত হতে পারত। তবে এসব সীমাবদ্ধতা পুরো ছবির ভাবগাম্ভীর্যকে নষ্ট করে না।
‘রক্তবীজ ২’ বাংলা চলচ্চিত্রে রাজনৈতিক থ্রিলারের নতুন দিশা দেখিয়েছে। এটি বিনোদন দেয় এবং একই সঙ্গে দর্শককে ভাবতে বাধ্য করেÑ শত্রু ও বন্ধু, নিরাপত্তা ও মানবিকতার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। নন্দিতা-শিবপ্রসাদ-জিনিয়া ত্রয়ী এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে রাজনৈতিক গল্প বলার নতুন দরজা খুলেছেন।
স্লোগানমূলক শেষ কথা : “সীমান্ত শুধু মানচিত্রের রেখা নয়, এটি মানুষের মনের ভেতরেও এক গভীর বিভাজন। সেই বিভাজনের মধ্যেই লুকিয়ে থাকে রক্তবীজের জন্ম।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640