কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র বার্ষিক সাধারন সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া চেম্বারের মজিবর রহমান মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ¦ মোঃ আবু জাফর মোল্লাহ। সভায় গত সভার গৃহিত সিদ্ধান্ত বলি পাঠ ও অনুমোদন হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন হয়। নীরিক্ষা হিসাব বিবরনী অনুমোদন ও নিরিক্ষক নিয়োগের বিষয়টি চুড়ান্ত হয়। সভা শেষে নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহন ও দায়িত্ব হস্তান্তর করা হয়। সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি আলহাজ¦ নাসির উদ্দিন মৃধা, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, চেম্বারের সদস্য শহীদ আবু মুসা, খন্দকার ইকবাল মাহমুদ, আফজাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, এ্যাড, মীর সানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, নিলুফা আক্তার,আব্দুস সাত্তার প্রমুখ। সভাপতির বক্তব্যে আলহাজ¦ আবু জাফর মোল্লা বলেন, আজকে এই চেম্বাররের সাধারণ সভাটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। এবারকার পরিষদে তারুণ্যের জয় হয়েছে। তারাই মুল নেতৃত্ব দেবেন। তিনি বলেন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি একটি সংগঠন যেখানে কোন রাজনীতিকরণের জায়গা নেই। রাজনীতি যার যার সংগঠন সবার। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের বিকল্প নেই। কিন্তু ব্যবসায়ীদের হাতে কোন ক্ষমতা নেই। কর নির্ধারণ, ভ্রাম্যমান আদালতের নামে অহেতুক হয়রানিসহ ব্যবসায়ী সংশ্লিষ্ট বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবেন এবং দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নকে তরাণি¦ত করবে। তিনি নবাগত বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply