1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 9:10 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

জাপানে ভালুকের হামলা মোকাবেলায় শিকারি নিয়োগের পরিকল্পনা

  • প্রকাশিত সময় Saturday, November 1, 2025
  • 7 বার পড়া হয়েছে

এনএনবি : জাপানে বেড়ে গেছে ভালুকের আক্রমণ। দেশজুড়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি সামলাতে সরকার এবার ভালুক নিধনে শিকারি নিয়োগের পরিকল্পনা করেছে।
জাপানের পরিবেশ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, লাইসেন্সধারী শিকারি এবং অন্যান্য কর্মী নিয়োগে তহবিল বরাদ্দ করা হবে, যারা বসতি এলাকায় ঢুকে মানুষদের ওপর হামলা করা ভালুকদের নিয়ন্ত্রণে আনবে। জাপানে একইদিনে ভালুকের বাড়তে থাকা হামলার সমস্যা মোকাবেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কিছু পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে শিকারি নিয়োগের এই প্রস্তাবও ছিল।চলতি বছর এ পর্যন্ত ভালুকের হামলায় ১২ জন নিহত হয়েছে, যা জাপানে ২০০০-এর দশকে এমন ঘটনার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে প্রাণহানির সর্বোচ্চ সংখ্যা। নিহতদের মধ্যে একজন ছিলেন হোক্কাইডোতে সংবাদপত্র বিতরণকারী। আরেকজন ইওয়াতে এলাকার এক ৬৭ বছরের বৃদ্ধ, যিনি নিজের বাগানেই প্রাণ হারিয়েছিলেন। জাপান সরকার বলছে, ভালুক এখন জননিরাপত্তায় মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তাই পুলিশের কর্মকর্তাদের রাইফেল দিয়ে ভালুক মারার অনুমতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নিতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় পাবেন। বসতি এলাকায় ভালুকগুলো সুপারমার্কেট, স্কুল ও সাধারণ মানুষের মধ্যে ঢুকে আক্রমণ করছে। জাপানে দুই প্রজাতির ভালুক রয়েছে- জাপানি কালো ভালুক এবং হোক্কাইডো দ্বীপের বড় আকৃতির ও আগ্রাসী ধরনের বাদামী ভালুক। চলতি বছরে একাধিক মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে জনপ্রিয় পর্যটন এলাকায় বাসস্টপেজের কাছে ভালুকের হামলার শিকার অন্তত একজন বিদেশিও আছেন। উত্তর জাপানের আকিতা প্রশাসনিক এলাকায় সমস্যা সবচেয়ে বেশি, সেখানে পাহাড়ি এলাকা বেশি এবং ভালুকের আক্রমণে মানুষের হতাহত হওয়ার সংখ্যাও সর্বোচ্চ। জাপান সরকার এ সপ্তাহে জানিয়েছে, আকিতা সরকারকে ভালুক ধরা এবং তাড়ানোর কাজে সহায়তা করতে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি মঙ্গলবার কিয়োদো বার্তা সংস্থাকে বলেন, “মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে।” দেশটির বর্তমান আইন অনুযায়ী, সেনারা ভালুককে গুলি করতে পারবে না, তবে তারা শিকারিদেরকে ফাঁদ পাততে সাহায্য করা এবং মৃত ভালুক বহনে সহায়তা করতে পারবে। আকিতার গভর্নর কেন্তা সুজুকি বলেন, মাঠ পর্যায়ে যারা ভালুক মোকাবেলায় কাজ করছেন, তারা এখন ক্লান্ত হয়ে পড়েছেন। জাপানের শিকারিদের বয়স বাড়ছে এবং সংখ্যা কমছে। আগে ভালুকের চামড়া ও পিত্তথলির জন্য এই প্রাণি শিকার জনপ্রিয় ছিল, এখন তা কমছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বনে বীচ গাছের বাদাম কমে যাওয়ায় ক্ষুধার্ত ভালুকগুলো মানুষের বসতিতে ঢুকছে। আবার আবাসিক এলাকাগুলোতে জনসংখ্যা কমে যাওয়াও এর একটি কারণ। এবছর সেপ্টেম্বরে জাপান বন্দুক আইন শিথিল করেছে, যাতে আবাসিক এলাকাগুলোতে মানুষ সহজে ভালুককে গুলি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640