“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) ॥ উৎসাহ-উদ্দীপনা, বর্ণিল আয়োজন এবং যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে সমবায় আন্দোলনের ভূমিকা ঐতিহাসিক। কৃষি উৎপাদন বৃদ্ধি, দুগ্ধ খাতের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, বেকারত্ব নিরসন এবং সামাজিক সংহতি প্রতিষ্ঠায় সমবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন— “সমবায়ের মূল লক্ষ্য হলো সবার সমান অংশগ্রহণ ও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করা। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করলে বাংলাদেশের উন্নয়ন আরও বেগবান হবে।” সভাপতি মমতা বানু বলেন— “সমবায় শুধু অর্থনীতির অবকাঠামো নয়, এটি সামাজিক ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সহায়তার অন্যতম সফল মডেল। আলমডাঙ্গায় সমবায় কার্যক্রম আরও কার্যকর করতে নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবি চেয়ারম্যান এস এম বিপ্লব হোসেন। সভা শেষে অভিজ্ঞতা বিনিময়, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দিনব্যাপী এ আয়োজন স্থানীয় সমবায় আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এবং অংশগ্রহণকারীদের মাঝে বাড়িয়েছে উদ্দীপনা ও উৎসাহ।
Leave a Reply