এনএনবি : অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলের সৈকতে ১০০ বছর পর ভেসে এসেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া দুই সেনার লেখা বোতলবন্দি চিঠি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬ সালে ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যাওয়ার কয়েকদিন আগে এই চিঠি লিখেছিলেন অষ্ট্রেলিয়ার এই সেনারা। তাদের একজন ছিলেন ২৮ বছর বয়সী ম্যালকম নেভিল। তিনি তার মাকে চিঠি লিখেছিলেন। বোতলটি যে পাবে তাকে চিঠিটি তার মাকে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন নেভিল। চিঠিতে তিনি লিখেছিলেন, জাহাজে খাবার খুব ভাল ছিল এবং তারা লারির মতোই খুশি আছেন। তবে এই চিঠি লেখার কয়েক মাস পর ম্যালকম নেভিল যুদ্ধে নিহত হন। অন্যদিকে, আরেকটি চিঠি লিখেছিলেন ৩৭ বছর বয়সী সেনা উইলিয়াম হার্লি। যুদ্ধে দুইবার আহত হয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত হার্লি যুদ্ধ থেকে বেঁচে নিরাপদে দেশে ফিরেছিলেন। পরে ১৯৩৪ সালে তিনি ক্যান্সারে মারা যান। চিঠিগুলো উদ্ধারের পর তা দুই সেনার বংশধরদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে স্তম্ভিত হয়ে গেছে তাদের পরিবার। গত ৯ অক্টোবরে পশ্চিম অস্ট্রেলিয়ার এসপেরান্সের কাছে প্রত্যন্ত হোয়ার্টন সৈকতে স্থানীয় বাসিন্দা ডেব ব্রাউন ও তার পরিবার বোতলটি খুঁজে পান। গত মঙ্গলবার মিসেস ব্রাউন জানান, তারা নিয়মিত সমুদ্রসৈকত পরিষ্কার করার কাজে কোয়াড বাইকে ঘুরেন। সে সময় বালির মধ্যে একটি মোটা কাঁচের বোতল তারা দেখতে পান। তিনি বলেন, “আমরা সৈকত পরিষ্কার রাখি। কোনও আবর্জনাই চোখ এড়ায় না। বোতলটি সেখানে পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেই।” যদিও চিঠির বাগজ ভিজে গেছে, তবে তা পাঠযোগ্য ছিল। এরপর মিসেস ব্রাউন চিঠি দুটি সেনাদের বংশধরদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। নেভিলের চিঠিতে তার মায়ের ঠিকানা লেখা ছিল। ফলে মিসেস ব্রাউন অনলাইনে নেভিলের আত্মীয় হার্বি নেভিলকে খুঁজে পান। এবিসি নিউজকে তিনি বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।” দ্বিতীয় সেনা উইলিয়াম হার্লি চিঠি লিখেছিলেন যে এই বোতলটি পাবে তাকে সম্বোধন করে। কারণ, তার মা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। চিঠিটি তার নাতনি অ্যান টার্নারকে দেওয়ার পর তিনি বলেন, এ যেন এক অলৌকিক ঘটনা। মনে হচ্ছে, দাদা যেন সমাধি থেকে আমাদের কাছে উঠে এসেছেন। তিনি আরও বলেন, “আরেক সেনা যার মা ছিলেন, তিনি তার মাকে চিঠি লিখেছিলেন। আর আমাদের দাদার মা অনেক আগেই মারা গিয়েছিলেন বলে তিনি চিঠিটি লিখেছিলেন বোতল খুঁজে-পাওয়া অজানা মানুষদের উদ্দেশে। এটি ভীষণ আবেগের।” হার্লির চিঠিতে বলা হয়, বোতলটি ছুঁড়ে ফেলা হয়েছিল অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলবর্তী সাগর অঞ্চল ‘দ্য গ্রেট অস্ট্রেলিয়ান বাইট’এর কোন স্থান থেকে। সমুদ্রবিজ্ঞানের এক অধ্যাপক এবিসি নিউজকে বলেছেন, বোতলটি হয়ত মাত্র কয়েক সপ্তাহ পানিতে ভেসে ছিল। এরপর হোয়ার্টন সৈকতের বালিতেই হয়ত সেটি শত বছর ধরে চাপা পড়ে ছিল।
Leave a Reply