এনএনবি : ভ্রমণজাহাজে করে ৬০ দিনের জন্য ঘুরতে বেরিয়েছিলেন ৮০ বছর বয়সী অস্ট্রেলীয় এক নারী, প্রথম যে দ্বীপে নামেন, সেখানে হাইকিং করতে গিয়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে ভুলে তাকে রেখেই জাহাজ ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর জাহাজটি নিখোঁজ অতিথির জন্য ফিরে এলেও শেষ পর্যন্ত ওই বৃদ্ধার মৃতদেহ মেলে।
গ্রেট ব্যারিয়ার রিফের লিজার্ড দ্বীপে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
কেয়ার্নসের আড়াইশ কিলোমিটার উত্তরে অবস্থিত দ্বীপটিতে শনিবার ওই নারী কোরাল অ্যাডভেঞ্চার ক্রুজ জাহাজের যাত্রীদের সঙ্গে কুক’স লুক চূড়া হাইকিং করতে গিয়েছিলেন। এক পর্যায়ে বিশ্রাম নিতে গিয়ে দল থেকে আলাদা হয়ে পড়েন তিনি। তাদের জাহাজটি সূর্যাস্তের সময় দ্বীপ ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর জাহাজের ক্রুরা বুঝতে পারেন, ওই নারী জাহাজে নেই। পরে জাহাজটি দ্বীপে ফিরে যায়। জোর তল্লাশির শুরু হওয়ার পর রোববার সকালে ওই নারীর মৃতদেহ মেলে। অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষ (আমসা) বলেছে, তারা এ ঘটনা নিয়ে অনুসন্ধানে নেমেছে এবং ভ্রমণ জাহাজটির ক্রুদের সঙ্গে কয়েকদিনের মধ্যে দেখা করবে। ওই নারীর নাম জানানো হয়নি। প্রত্যক্ষদর্শী ট্রেসি অ্যাইরিস এবিসিকে জানান, তিনি শনিবার মধ্যরাতের দিকে হেলিকপ্টার থেকে দ্বীপটির হাঁটাপথে আলো ফেলতে দেখেছেন। সাতজনের মতো লোক টর্চ লাইট নিয়ে দ্বীপটিতে উদ্ধার কাজে নেমেছিলেন, তবে ভোররাত তিনটার দিকে তা বন্ধ হয়। রোববার সকালে আবার হেলিকপ্টার ফিরে আসার পর ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। আমসার এক মুখপাত্র জানান, গত শনিবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে জাহাজের ক্যাপ্টেন প্রথমবার ওই নারীর নিখোঁজ হওয়ার খবর দেন। এদিকে, কোরাল এক্সপেডিশনসের প্রধান নির্বাহী মার্ক ফাইফিল্ড জানিয়েছেন, সংস্থার কর্মীরা ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। এই ‘দুঃখজনক মৃত্যু’-র ঘটনায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তারা। অস্ট্রেলীয় ওই নারী ৬০ দিনের যে ভ্রমণে গিয়েছিলেন, যার টিকিট মূল্য কয়েক হাজার অস্ট্রেলীয় ডলার। কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী, কোরাল অ্যাডভেঞ্চারার জাহাজে সর্বোচ্চ ১২০ জন যাত্রী ও ৪৬ জন ক্রু সদস্য থাকতে পারেন। অস্ট্রেলিয়ার উপকূলের দুর্গম এলাকাগুলোতে যাওয়ার জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই জাহাজে ছোট নৌকা বা ‘টেন্ডার’ রয়েছে যেগুলো দিনের বেলা যাত্রীদের ভ্রমণে ব্যবহার করা হয়।
এই ঘটনার পর জাহাজটি তার পরবর্তী গন্তব্য ডারউইন-এর পথে যাত্রা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বিবিসি।
Leave a Reply