এনএনবি : সৌদি আরবে বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, ইউক্রেইনে যুদ্ধ এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলেই তার বিশ্বাস। কয়েকদিন আগেই দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তার আলোচনার আগে ট্রাম্প ও পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক স্থগিত হওয়ার ঘোষণা এসেছিল।
“আমরা যে শান্তির পথে রয়েছি সে বিষয়ে নিশ্চিত, শান্তির দূত হিসেবে আমাদের এটি বাস্তবায়ন করা প্রয়োজন,” সৌদি আরবের রাজধানী রিয়াদে দর্শকদের উদ্দেশ্যে বলেন রাশিয়ান ডাইরেস্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী দিমিত্রিয়েভ। এক বছরের মধ্যে ইউক্রেইনে শান্তি প্রতিষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিনের এ দূত বলেন, “আমার তা-ই বিশ্বাস।” রুশ এ কর্মকর্তা এর আগে বলেছিলেন, ইউক্রেইন যুদ্ধ নিয়ে মস্কো ও ওয়াশিংটন একটি ‘কূটনৈতিক সমাধানের’ খুব কাছাকাছি অবস্থান করছে।
প্রাকৃতিক সম্পদ আছে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে দিমিত্রিয়েভ বলেন, এমন সহযোগিতা বিশ্বকে আরও নিরাপদ করবে। “লোকজনের নজর এখন রাশিয়ার আশপাশে হওয়া আঞ্চলিক সংঘাতের দিকে, এটা বেড়ে বৃহত্তর সংঘাত হোক তা চাই না আমরা। এজন্য যা আমরা করে আসছি তাতে আরও ভালো করতে হবে, খারাপ নয়,” বলেছেন তিনি।
Leave a Reply