কাগজ প্রতিবেদক ॥ এবারের ULAB ৮ম কনভোকেশন নতুন সম্ভাবনা ও উত্তরাধিকারের অনন্য উদাহরণ রেখে গেল। বিশ্ববিদ্যালয়ের Media Studies & Journalism (গণযোগাযোগ ও সাংবাদিকতা) বিভাগ থেকে কৃতিত্বের সাথে গ্রাজুয়েট হলেন অওরী এহসান চৌধুরী উষ্ণযিনি দেশের সংবাদপত্র ও গণমাধ্যমে ইতিহাস গড়া দুই সাংবাদিকের উত্তরসূরি।
অওরীর দাদা ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের সময় ‘স্বাধীন বাংলা’ পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া অঞ্চলের পত্রিকাশিল্পের পথিকৃত। সাপ্তাহিক “ইস্পাত”, “মশাল” ও পাক্ষিক “সমীক্ষা” তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত। তিনি সাংবাদিকতার নীতি, সত্য ও সাহসিকতা বজায় রাখতে আজীবন কাজ করেছেন। অওরীর বাবা মনজুর এহসান চৌধুরী বিশ্লেষণধর্মী সাংবাদিকতা, নির্ভীক সম্পাদকীয় এবং জাতীয় ও আঞ্চলিক উচ্চ পর্যায়ে সংবাদ পরিবেশনায় অনন্য ভূমিকা পালন করেছেন। কুষ্টিয়ার “আন্দোলনের বাজার” পত্রিকা তাঁর প্রতিষ্ঠিত, আর জাতীয় সংবাদমাধ্যমে “বাংলাবাজার” পত্রিকার সম্পাদক ছিলেন।
সাংবাদিকতা পরিবারের উত্তরাধিকারী হিসেবে অওরী এহসান চৌধুরী গ্রাজুয়েট হলেন Media Studies & Journalism (গণযোগাযোগ ও সাংবাদিকতা) বিভাগ থেকে। সততা, সমাজ দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠার মূল্যবোধ নিয়ে তিনি নিজের সফলতাকে পরিবার ও দেশের গর্বের সম্পদ করেছেন। কনভোকেশন মঞ্চে সনদ গ্রহণ, পরিবার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দনÑসব মিলিয়ে অওরী নতুন প্রজন্মের জন্য আগামীর পথরেখা এঁকে দিয়েছেন।
পারিবারিক ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে অওরীর কৃতিত্ব আজ ঢাকা ও কুষ্টিয়ার সাংবাদিক সমাজে আলোড়ন তুলেছে। পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং শিক্ষকমন্ডলী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। Media Studies & Journalism – এ দক্ষতা অর্জনের মধ্যদিয়ে দেশ, সমাজ ও পরিবারের প্রতি তাঁর নিষ্ঠা আরও দৃঢ় হয়েছে।
অওরী এহসান চৌধুরীর এই অর্জন ভবিষ্যৎ সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা ও পথনির্দেশনা হয়ে থাকবেÑএই আশায় সকলের দোয়া কামনা করা হয়েছে।
Leave a Reply