1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 9:55 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

সরকারের কাছে ৭ হাজার কোটি টাকার সুদমুক্ত ঋণ চায় ৯ শিল্পপ্রতিষ্ঠান

  • প্রকাশিত সময় Wednesday, October 29, 2025
  • 18 বার পড়া হয়েছে

এনএনবি : বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে ঋণসহায়তা দেওয়ার পর প্রায় একই ধরনের সহায়তা চেয়ে একের পর এক আবেদন আসছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। গত কয়েক মাসে নয়টি প্রতিষ্ঠান নতুন করে সরকারের কাছে সুদমুক্ত ঋণের আবেদন করেছে প্রতিষ্ঠানগুলো হলোÑ দেশবন্ধু গ্রুপ, যমুনা গ্রুপ, ইফাদ গ্রুপ, র‌্যাংগস গ্রুপ, নাইটিঙ্গেল ফ্যাশন, টিএনজেড গ্রুপ, আরএইচ ডেনিম অ্যান্ড রিসাইক্লিং কম্পোজিট, ফাইয়াজ কম্পোজিট ও জেএস লিংক। গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিষ্ঠানগুলো টাকার জন্য দ্বারস্থ হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এর বাইরে আগে থেকে নাসা গ্রুপের ঋণসহায়তার একটি আবেদনও জমা রয়েছে মন্ত্রণালয়ে। এসব প্রতিষ্ঠানের কেউ শ্রমিকÑকর্মচারীদের নিয়মিত বেতন ভাতা দিতে, কেউ বকেয়া বেতন-বোনাস পরিশোধ, আবার কেউ বন্ধ কারখানা চালু করতে অর্থসহায়তা চেয়ে আবেদন করেছে। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানকে সহায়তার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে সরকারের কাছে সাত হাজার কোটি টাকা চেয়েছে।
গত ফেব্রুয়ারিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা দিয়েছে সরকার। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় দিয়েছে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা আর ২০০ কোটি টাকা দেওয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিল থেকে। পোশাক খাতের শ্রম অসন্তোষ নিরসনে গত দুই বছরে বেক্সিমকো গ্রুপসহ ১২টি প্রতিষ্ঠানকে প্রায় ৭০৭ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। দেশবন্ধু গ্রুপ গত সেপ্টেম্বরে দুই হাজার কোটি টাকার চলতি মূলধন ও ঋণ পুনঃ তফসিলের সুবিধা চেয়ে সরকারের কাছে আবেদন করেছে দেশবন্ধু গ্রুপ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।  যমুনা গ্রুপ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে তিন হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে যমুনা গ্রুপ। গ্রুপটি চায় ছয় মাস গ্রেস পিরিয়ডসহ পাঁচ বছর মেয়াদি সুদবিহীন প্রণোদনা। সরকারের কাছে যে কয়টি প্রতিষ্ঠান ঋণসহায়তা চেয়ে আবেদন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে গ্রুপটি। শতভাগ রপ্তানিমুখী গ্রুপের সাতটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান, পরিষেবা বিল, অপরিহার্য কাঁচামালের খরচ জোগাতে এ অর্থ চেয়েছে গ্রুপটি। র‌্যাংগস গ্রুপ শ্রম অসন্তোষের আশঙ্কার কথা জানিয়ে ১৬ অক্টোবর শ্রম উপদেষ্টার কাছে সহায়তা চেয়ে আবেদন করেছে র‌্যাংগস গ্রুপ। গ্রুপের পাঁচ হাজার শ্রমিক-কর্মচারীর নিয়মিত বেতন-ভাতা দিতে ও উৎপাদন কার্যক্রম চালিয়ে নিতে গ্রুপটি ৭৫০ কোটি টাকা সহায়তা চেয়েছে। এক বছরের গ্রেস পিরিয়ডসহ সাত বছর মেয়াদে সুদমুক্ত ঋণ চেয়ে আবেদন করেছে গ্রুপটি। ইফাদ অটোস ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস গত ১১ সেপ্টেম্বর ৮৫০ কোটি টাকা সুদমুক্ত ঋণ চেয়ে সরকারের কাছে আবেদন করেছে। গ্রুপটি বলেছে, শ্রমিক কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ ও কারখানা সচল রাখার জন্য সুদমুক্ত এই ঋণসুবিধা দরকার।
টিএনজেড টিএনজেড গ্রুপ চায় ঢাকার মহাখালীতে সাততলা বাড়ি বন্ধক রেখে ৪০ কোটি টাকার অর্থসহায়তা। এ টাকায় তারা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বাকি পাওনা পরিশোধ করতে চায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিএনজেড গ্রুপকে আগেও টাকা দিয়েছে সরকার। গত বছরের ২৮ নভেম্বর এ গ্রুপকে ১০ কোটি টাকা দেয় অর্থ বিভাগ। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকেও একই দিনে দেওয়া হয় আরও ছয় কোটি টাকা। আর চলতি বছরের ২৮ মে দেওয়া হয় আরও ২২ কোটি টাকা। সব মিলিয়ে গ্রুপটিকে এরই মধ্যে ৩৮ কোটি টাকা ঋণসহায়তা দিয়েছে সরকার। নাইটিঙ্গেল বন্ধ কারখানা চালু করতে ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ চায় শতভাগ রপ্তানিমুখী নাইটিঙ্গেল ফ্যাশন। গাজীপুরে সাততলা ভবনসহ তিন প্লটে ২১ হাজার ৫০০ বর্গফুটের জমি ও গাজীপুরে ৬০ বিঘা জমি বন্ধক দিয়ে এই সহায়তা নিতে চায় প্রতিষ্ঠানটি। সরকারের এই সহায়তায় প্রতিষ্ঠানটি কারখানা চালুর পাশাপাশি শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধের কথা বলেছে। এ ছাড়া আর এইচ ডেনিম অ্যান্ড রিসাইক্লিং কম্পোজিট ৫০ কোটি টাকা, ফাইয়াজ কম্পোজিট ৩০ কোটি এবং জেএস লিংক ৫০ কোটি টাকা চেয়েছে সরকারের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640