এনএনবি : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রাস্তায় সাম্প্রতিক বিক্ষোভে নামা মুখোশ পরা মুসলিম বিক্ষোভকারীদেরকে বিদেশি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করেছেন রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফারাজে বিক্ষোভের নিন্দা জানান। মুখোশে ঢাকা সারি সারি বিক্ষোভকারীকে দেখতে ভয়ঙ্কর লেগেছে এবং তাদেরকে লন্ডনের রাস্তায় ‘বিদেশি আগ্রাসনকারী সেনাবাহিনী’ মনে হয়েছে বলেই জানান তিনি। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপলে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউনহলের সামনে ও আশেপাশের বিশাল এলাকাহজুড়ে শনিবার বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পুলিশ এদিন কিংডম ইনডিপেনডেন্স পার্টি (ইউকিপ)-এর পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করার পর এর প্রতিবাদে দলে দলে মুখোশ পরা মুসলিম বিক্ষোভকারীরা হোয়াইট হলে নেমে আসে। টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। ঐক্য প্রদর্শন করে বর্ণবাদ, সহিংসতা এবং বিভেদের বিরুদ্ধে। কালো পোশাক এবং ঘাড়, মাথা ও মুখ ঢাকা হুডি পরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। এই বিক্ষোভে স্থানীয় মুসলিমরাসহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই কালো পোশাক পরে সামিল হয়েছিল। হোয়াইটহলে পদযাত্রা করার সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ, পাকিস্তান এবং ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে। হোয়াইটচ্যাপেল স্টেশনের সামনে নামাজও পড়েছে। এরপরই এই বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউকে রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজে এই কর্মসূচির নিন্দা করেন। কালো পোশাকে বিক্ষোভের দৃশ্যকে নিজের জীবনে এ যাকৎকালে দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের অন্যতম বলে বর্ণনা করেন তিনি।
যুক্তরাজ্যে টাওয়ার হ্যামলেটসেই অন্য যে কোনও স্থানের চেয়ে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর বাস। আর সেখানেই ‘মোক্ষম বর্ণবাদ’ চলছে বলে মন্তব্য করেছেন নাইজেল ফারাজে। খবরে বলা হয়, বিক্ষোভে কলো পোশাকধারীরা স্লোগান দিয়েছে, “আমরা আমাদের সব শহীদকে সম্মান জানাব”, “আল্লাহু আকবর”, “জায়নবাদীরা আমাদের রাস্তা থেকে সরে যাক।” নাইজেল ফারাজে বলেন, এমন এক পর্যায়ের ভয়ভীতি দেখানো হচ্ছে যে, এটা মূলত মানুষজনকে বিপুল সংখ্যক ইহুদিকে নির্মূল করে দেওয়ারই ডাক দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “তাদের বিক্ষোভকে মনে হয়েছে যেন আমাদের রাস্তায় বিদেশি আগ্রাসনকারী সেনাবাহিনী পদযাত্রা করছে।” ডেইলি মেইল পত্রিকা জানায়, মঙ্গলবারের সাংবাদ সম্মেলনে ফারাজে তার দলের এক এমপি সারা পোচিনের একটি অভিযোগ নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন। সারা অভিযোগ করে বলেছিলেন, টিভি বিজ্ঞাপনগুলোতে কৃষ্নাঙ্গ আর এশীয় মানুষের সংখ্যা খুব বেশি হয়ে গেছে।
নাইজেল ফারাজে বলেন, “পোচিন ঠিক কথা বলেননি। তার শব্দচয়ন, বাক্যবিন্যাস যথাযথ ছিল না।” তবে এমন কথা বললেও সারার মন্তব্যকে ‘বর্ণবাদী’ বলে নিন্দা করেননি ফারাজে।
Leave a Reply