ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ মন্দির কমিটির নেতৃবৃন্দের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় পত্রিকা অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলার গোলাপনগর বাজারে অবস্থিত সার্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি সুভাষচন্দ্র প্রামাণিক, ঠাকুর দৌলতপুর দাসপাড়া সার্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি, শ্রী লালন কুমার দাস, ফকিরাবাদ দাসপাড়া শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের সভাপতি দিলীপ কুমার দাসসহ ৩ মন্দির কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সামাজি যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করে কতিপয় অসাধু ব্যক্তিবর্গ জেলা প্রশাসক কর্তৃক বিশেষ বরাদ্দের প্রতিটি মন্দিরের ৫০০ কেজি চাল বরাদ্দের বিষয়ে প্রোপাগন্ডা ছড়াচ্ছে বলে তারা দাবি করেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে কমিটির নেতৃবৃন্দ বলেন, গত শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক বিশেষ বরাদ্দের ৫০০ কেজি চাল ভেড়ামারা ইউএনও এর মাধ্যমে আমরা যথাযথভাবে পেয়েছি এবং তা মন্দিরের উন্নয়নে কাজ করেছি। এই ঘটনায় কতিপয় ব্যক্তিবর্গ মিথ্যাচার করছে। মন্দির কমিটির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply