এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বলেছেন, তার উচিত পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে বরং ইউক্রেইনে যুদ্ধ শেষ করা।nসোমবার হোয়াইট হাউজের পোস্ট করা এক অডিও ফাইলে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন। পুতিন রোববার জানিয়েছেন, রাশিয়া যে কোনও প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম নতুন পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তার দেশ এই অস্ত্র মোতায়েনের পথে হাঁটছে।
রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জানিয়েছিলেন, গত ২১ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে অবস্থান করেছে। সম্প্রতি জাপান সফরে থাকা ট্রাম্পকে সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবিদকরা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এতদূরে উড়ার প্রয়োজন নেই। কারণ, রাশিয়া উপকূলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন আছে। ট্রাম্প আরও বলেন, “তারা (রাশিয়া) জানে আমাদের বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন আছে, তাদের উপকূল ঘেঁষেই। তাই আমি বলতে চাইছি, তাদের তীরে পৌঁছতে এই সাবমেরিনকে ৮ হাজার মাইল যেতে হবে না। আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমরা সবসময়ই করি।” পুতিনের ইউক্রেইন যুদ্ধ শেষের দিকে মনোযোগ দেওয়া উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, “আপনার যুদ্ধ শেষ করা উচিত। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন চতুর্থ বছরে। সে কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে বরং আপনার এই যুদ্ধই বন্ধ করা উচিত।” ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে ক্রেমলিন প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, রাশিয়া তাদের নিজেদের জাতীয় স্বার্থে কাজ করে যাবে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়ের তৈরির কোনও কারণ মস্কো দেখছে না বলেও জানিয়েছে ক্রেমলিন।
Leave a Reply