দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ২৮ অক্টোবর স্মরণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার তারাগুনিয়া নিউ চাইল্ড মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কিত দিন। সেদিন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতা কর্মী শহীদ হন এবং সহগ্রাধিক আহত হন। বক্তারা অভিযোগ করেন, ১৪ দলের সন্ত্রাসীরা সেদিন সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে এবং নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে জাতিকে গভীরভাবে ব্যথিত করেছিল। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরজ উল্লাহ এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল নোমান, যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত নেতা কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং ভবিষ্যতে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply