1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 9:12 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ট্রাম্পের বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগ

  • প্রকাশিত সময় Tuesday, October 28, 2025
  • 28 বার পড়া হয়েছে

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘নিঃসন্দেহে’ ভেনেজুয়েলার সরকার উৎখাত করার চেষ্টা করছেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব বিবিসি-কে একথা বলেছেন। ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের উপনিবেশ বানাতে চান বলে অভিযোগ তুলেছেন তিনি। তারেক উইলিয়াম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার সরকার উৎখাত করে দেশটির সোনা, তেল, তামাসহ বিপুল প্রাকৃতিক সম্পদ দখলের পাঁয়তারা করছে। ল্যাটিন আমেরিকায় মাদক-পাচারের বিরুদ্ধে বিশেষ করে, ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান জোরদার হচ্ছে।
ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে। গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়, এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমন হামলা বাড়তে থাকার মধ্যে রোববার ভেনেজুয়েলার কাছে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের। তবে মাদুরো এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। দুই দেশের মধ্যে অচলাবস্থা আরও বেড়ে যায় গত শুক্রবার, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দেয়।
সমুদ্র অঞ্চল ভালভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পর এবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্থলভাগও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় আছেন বলে জানিয়েছেন ট্রাম্প। গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলার অভিযান চালানোর এখতিয়ারও দিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের স্থল আগ্রাসনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব বিবিসি-কে বলেন, “এটি ঘটা উচিত নয়। তবে যে কোনও কিছুর জন্য আমরা প্রস্তুত আছি।” ‘মাদক পাচারের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ লড়াই চলার পরও ভেনেজুয়েলা এখনও আলোচনা শুরু করার জন্য রাজি আছে বলেও জানান তিনি। বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে দেশটির বৈধ নেতা বলে স্বীকৃতি দেয়নি। ২০২৪ সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠ এবং অবাধ নয় বলে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এই অবস্থান। সম্প্রতি ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দেশটিতে এমন শঙ্কাই জোরাল হচ্ছে যে, এই সামরিক তৎপরতার মধ্য দিয়ে ট্রাম্প তার দীর্ঘদিনের বিরোধী শাসককে (মাদুরো) ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640