1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 9:14 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

গাজায় যুদ্ধবিরতির ‘অস্থায়ী’ রেখা নতুন স্থায়ী সীমানা হয়ে ওঠার আশঙ্কা

  • প্রকাশিত সময় Tuesday, October 28, 2025
  • 9 বার পড়া হয়েছে

এনএনবি : গাজা দখলের নতুন পাঁয়তারা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় যতটুকু সীমানার মধ্যে ইসরায়েলি বাহিনীর থাকার কথা ছিল তার চেয়েও বেশি এলাকায় নিয়ন্ত্রণ করায়ত্ব করছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল গাজার উত্তর, দক্ষিণ এবং পূর্বের দিকে চলে যাওয়া একটি নির্ধারিত সীমানার মধ্যে সরে যেতে রাজি হয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনীর প্রকাশিত মানচিত্রে আলাদা করা এই সীমানাকে হলুদ লাইন চিয়ে চিহ্নিত করা হয়েছিল। আর সেকারণে এই লাইন পরিচিতি পায় ‘হলুদ লাইন’ (ইয়েলো লাইন) নামে। কিন্তু নতুন ভিডিও এবং স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েল হলুদ লাইন থেকে গাজার আরও ৫২০ মিটার ভেতর পর্যন্ত সীমানা চিহ্নিতকারী হলুদ কংক্রিট ব্লক বসাচ্ছে। এটি তারা করছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল নির্ধারণের জন্য।
এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, হলুদ লাইন চিহ্নিত করতেই হলুদ রঙের পিলার বসিয়ে কংক্রিট ব্লক বসানোর কাজ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে প্রস্তাবিত এলাকার চেয়ে বেশি এলাকাজুড়ে ইসরায়েলের হলুদ লাইন চিহ্নিতের কর্মকা-ে এই অস্থায়ী রেখাটাই এখন নতুন স্থায়ী সীমানা হয়ে উঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা ফিলিস্তিনের ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, যিনি হলুদ লাইন চিহ্নিত করতে হলুদ কংক্রিট ব্লক বসানোর নির্দেশ দিয়েছেন, তিনি সতর্ক করে বলেছেন, “এই লাইন কেউ পার হলেই গুলি করা হবে।” ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা লিখেছে, হলুদ লাইন কার্যত গাজাকে দুই ভাগে ভাগ করেছে। পশ্চিমাংশে হামাস তার আধিপত্য নতুন করে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, গাজার পূর্বাংশ এবং উত্তর ও দক্ষিণ সীমান্তজুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নতুন সামরিক পোস্ট গড়ে তুলছে এবং রেখার কাছে যে কেউ এগোলে গুলি চালাচ্ছে—সেখানে হলুদ চিহ্ন থাকুক বা না থাকুক। খান ইউনিসের উত্তরে আল-কারারার এক বাসিন্দা মোহাম্মদ খালেদ আবু আল-হুসেইন বলেন, “আমাদের এলাকায় এই হলুদ রেখাগুলো স্পষ্ট না। কোথা থেকে শুরু, কোথায় শেষ—আমরা জানি না। বাড়ির কাছে গেলেই চারদিক থেকে গুলি শুরু হয়, মাথার ওপরে ড্রোন ঘুরে বেড়ায়।
একদিন বন্ধুর সঙ্গে ছিলাম, হঠাৎ গুলি শুরু হল, আমরা মাটিতে পড়ে থাকলাম। বাড়ি পৌঁছাতে পারিনি। মনে হয় যুদ্ধ এখনো শেষ হয়নি।” উল্টে তিনি প্রশ্ন করেন, “এমন যুদ্ধবিরতির কি মানে যদি আমরা নিরাপদে ঘরেই না ফিরতে পারি?” তিনি আরও বলেন, “পথে অনেককে দেখি নিজেদের ঘরে ফিরছে, কিন্তু আমি পড়ে আছি আশঙ্কা আর আশার মাঝখানে। তবে সবচেয়ে ভয় হয় এই ভেবে—যদি এই রেখাই থেকে যায়, আর কোনোদিন আমাদের ফেরার অনুমতি না মেলে!” রোববার ইসরায়েল জানায়, গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, কোথায় ও কখন শত্রুদের ওপর হামলা চালানো হবে এবং কোন দেশ যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সেনা পাঠাতে পারবে—তা ইসরায়েল নিজেই নির্ধারণ করবে।
নেতানিয়াহু মন্ত্রিসভায় আরও বলেন, “ইসরায়েল স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করব এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেব। এজন্য কারও অনুমতির প্রয়োজন নেই।” ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর আদেশে হলুদ লাইনে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর রাফা শহরে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই নির্দেশ জারি হয়। যুদ্ধবিরতির দুই সপ্তাহ গড়ালেও, প্রায় প্রতিদিনই ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে। অধিকাংশই এই হলুদ রেখার কাছে। ফলে খুব কম বাস্তুচ্যুত মানুষই ফিরে যেতে পারছেন আইডিএফ নিয়ন্ত্রিত ওই অঞ্চলে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করা ও বহুজাতিক শান্তিরক্ষী বাহিনীর হাতে প্রশাসন হস্তান্তরের যে পরিকল্পনা ছিল, তা এখন কার্যত স্থবির বলে জানিয়েছে পত্রিকাটি। নেতানিয়াহুর ডানপন্থি জোট এই পরিকল্পনার বিরোধিতা করছে।
এ পরিস্থিতিতে হলুদ রেখাটি ক্রমেই স্থায়ী সীমান্তে রূপ নিচ্ছে। এমনকি, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো একে “নতুন সীমান্ত” বলেই উল্লেখ করতে শুরু করেছে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথ-এর সামরিক প্রতিবেদক ইয়োয়াভ জিতুন লিখেছেন, “এই রেখা ভবিষ্যতে উচ্চ ও উন্নত প্রতিরোধ প্রাচীরে পরিণত হতে পারে, যা গাজাকে আরও ছোট করে ফেলবে, পশ্চিম নেগেভ মরুভূমিকে বড় করবে এবং সেখানে নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলার সুযোগ দেবে।” শরণার্থী সংস্থা রিফিউজিস ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট জেরেমি কনিন্ডাইক বলেন, “এটা আসলে ধীরে ধীরে গাজা দখলের প্রক্রিয়া।” ট্রাম্পের প্রস্তাবে ১০ অক্টোবর গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রাখবে বলে নির্ধারিত ছিল। কিন্তু বিবিসি-র স্যাটেলাইট ছবি বিশ্লেষণ দেখা যায়, নতুন হলুদ ব্লকগুলো প্রস্তাবিত রেখার কয়েকশ মিটার ভেতরে বসানো হচ্ছে—যা আরও বেশি জমি দখলের ইঙ্গিত দেয়। তবে, আইডিএফ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আগের এক বিবৃতিতে তারা বলেছিল, “ভূমিতে কৌশলগত স্পষ্টতা আনতেই ৩ দশমিক ৫ মিটার উঁচু হলুদ স্তম্ভ দিয়ে কংক্রিটের বেষ্টনি দেওয়া হচ্ছে।” এখন স্পষ্ট হয়ে আসছে যে গাজা ক্রমেই দ্বিখ-িত হচ্ছে। বেঁচে থাকা ২১ লাখ মানুষের এখন গাজার অর্ধেক অংশে গাদাগাদি করে আছে, দুই বছরের টানা বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত জায়গায়।
আয়মান আবু মানদিল নামে এক গাজাবাসী বলেন, “যতটুকু শুনেছি, ওই হলুদ লাইন সালাহউদ্দিন সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে।” গাজার এই প্রধান সড়কটি দক্ষিণ থেকে উত্তরে চলে গেছে। ৫৮ বছর বয়সী, ৯ সন্তানের জনক মানদিলের বাড়ি আল-কারারার পূর্ব অংশে ছিল, যা এখন ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ-এর নিয়ন্ত্রণে। তিনি বলেন, “ইসরায়েলি সেনারা সেখানে ক্রেন, ওয়াচটাওয়ার আর ট্যাংক বসিয়েছে। সবার চলাফেরা কড়া নজরদারিতে, কেউ কাছে গেলে গুলি চালানো হয়।”
তিনি আরও বলেন, আমরা নিজের চোখে হলুদ সীমানা রেখা দেখিনি। কারণ, কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে লক্ষ্য করে গুলি করা হয়। কোয়াডকপ্টার ড্রোনগুলো বিন্দুমাত্র দ্বিধা করে না। মনে হচ্ছে, নিজের জমির দিকে হাঁটা এখন অপরাধ।”
এই বিভাজন ও সহিংসতার মূল কারণ হলো যুদ্ধবিরতির অস্পষ্টতা। ‘ট্রাম্প শান্তি পরিকল্পনা’ নামের ২০ দফা ছিল কয়েকটি নীতি আর লক্ষ্যের একটি তালিকা। কিন্তু এতে একটি লক্ষ্য থেকে আরেকটি লক্ষ্য কীভাবে যাওয়া যাবে তার কোনও ক্রমানুসার নেই।
দাতব্য সংস্থা ‘মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস’ এর নীতিনির্ধারক রোহান ট্যালবট বলেন, “এটি অবিশ্বাস্যভাবে অস্পষ্ট। তিনি আরও বলেন, “দশকের পর দশক ধরে পাওয়া ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে, ফিলিস্তিনি ভূখ-ে যে কোনও “অস্থায়ী ব্যবস্থা” খুব দ্রুত স্থায়ী হয়ে যায়।” এই অবস্থায় গাজার অর্ধেক জনগণ এখনও ঘরে ফিরতে পারছে না, নতুন করে আবার সব কিছু শুরু করার কথাও ভাবতে পারছে না। যুদ্ধবিরতির যে আশা জেগেছিল, তা দ্রুত ম্লান হয়ে যাচ্ছে। পূর্ব খান ইউনিসের আবাসান আল-কবিরার বাসিন্দা সালাহ আবু সালাহ বলেন, “প্রতিবার বাড়ির দিকে যেতে চাইলে দেখি ধ্বংসস্তূপের তালিকায় আবার নতুন কোনও জায়গা যোগ হয়েছে। ট্যাংক, ড্রোন, আর্টিলারির গর্জন থামেনি। আমার ভয় হয়, সেনারা হয়ত সত্যিই নতুন সীমান্ত তৈরি করছে, যা আমরা আর কখনও পার হতে পারব না।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640