এনএনবি : যুক্তরাষ্ট্রজুড়ে রোববার ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ভ্রমণে এই বিঘেœর পেছনে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা কর্মীর অনুপস্থিতি। কেন্দ্রীয় সরকারের শাটডাউন ২৬তম দিনে পৌঁছে এই কর্মী সংকট সৃষ্টি হয়েছে। মার্কিন পরিবহন সেক্রেটারি শন ডাফি বলেছেন, গত শনিবার ২২টি স্থানে সরকারি বিমান চলাচল প্রশাসনে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীর ঘাটতি দেখা দেয়। সামনের দিনগুলোতে কর্মী সংকটের কারণে আরও ফ্লাইট বিলম্ব এবং বাতিল হতে পারে বলেও জানান তিনি।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের অনুযায়ী, রোববার রাত ১১টা (সোমবার ০৪০০ জিএমটি) পর্যন্ত ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে, যা শনিবারের প্রায় ৫ হাজার ৩০০ ফ্লাইটের চেয়ে বেশি। গত ১ অক্টোবর থেকে সরকারের শাটডাউন শুরু হওয়ার পর থেকে ফ্লাইটে বিলম্বের হার বেড়েই চলেছে। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, রোববার সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৪৫ শতাংশ বা ২ হাজার ফ্লাইট বিলম্বিত হয়, আমেরিকান এয়ারলাইনসের প্রায় ১,২০০ বা তাদের ফ্লাইটের এক-তৃতীয়াংশ বিলম্বিত হয়। ইউনাইটেড এয়ারলাইনসের ২৪ শতাংশ অর্থাৎ, ৭৩৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ডেল্টা এয়ারলাইনসের ৬১০টি বা ১৭ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রায় ১৩ হাজার বিমান পরিবহন নিয়ন্ত্রণকর্মী এবং প্রায় ৫০ হাজার পরিবহন নিরাপত্তা বিষয়ক প্রশাসনিক কর্মকর্তাকে শাটডাউনের সময় বেতন না দেওয়ার পরও কাজ করতে হচ্ছে।
বিমান ভ্রমণে বিলম্ব এবং ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে যাওয়ার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। শাটডাউন মার্কিনিদের জীবন কীভাবে কঠিন করে তুলছে তা পর্যবেক্ষকরা খতিয়ে দেখার চেষ্টা করছেন। ফলে বাজেট অচলাবস্থা ভাঙতে আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যে অচলাবস্থা পরিস্থিতিকে শাটডাউনের দিকে পরিচালিত করেছিল। মার্কিন পরিবহন সেক্রেটারি শন ডাফি ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে বলেছেন, শনিবার এফএএ-তে ২২টি সংকেত দেখা গেছে, যা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ স্বল্পতার আভাস দিচ্ছিল। তিনি বলেন, ১ অক্টোবরের পর থেকে এটি এই সিস্টেমে দেখা যাওয়া সর্বোচ্চ সংখ্যা। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রোববার শিকাগোর ও’হেয়ার বিমানবন্দর, ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দর এবং নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণে কাজে বিলম্ব হয়েছে। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল, তবে পরে তা প্রত্যাহার করা হয়। ট্রাম্প প্রশাসন সতর্ক করে দিয়ে বলেছে, কন্ট্রোলাররা তাদের প্রথম পূর্ণ বেতন না পাওয়ায় মঙ্গলবার ফ্লাইট ব্যাহত হবে। মার্কিন পরিবহন সেক্রেটারি শন ডাফি বলেন, বেতন না পাওয়ার মুখে থাকা কন্ট্রোলাররা আয়ের অন্য উৎস খুঁজছেন। শাটডাউনের আগে থেকেই প্রায় সাড়ে তিন হাজার কর্মী সংকটে ছিল এফএএ। অনেক কর্মীই বাধ্যতামূলকভাবে ওভারটাইম এবং ছয় দিনের কাজ করছিলেন। ট্রাম্পের আগের মেয়াদেও ২০১৯ সালে, ৩৫ দিনের শাটডাউনের সময় কর্মীরা বেতন না পাওয়ায় কন্ট্রোলার এবং টিএসএ কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়ে গিয়েছিল। ফলে কিছু বিমানবন্দরের চেকপয়েন্টে যাত্রীদের অপেক্ষার সময় বেড়ে গিয়েছিল এবং কর্তৃপক্ষ নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে বিমান চলাচল কমাতে বাধ্য হয়।
Leave a Reply