আলমডাঙ্গা ব্যুরো ॥ মাত্র কয়েক ঘণ্টার আনন্দভ্রমণই হয়ে উঠল জীবনের শেষ অধ্যায়। ঢাকার কমলাপুর থেকে বন্ধুবান্ধব মিলে ট্রেনে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে এক কিশোর। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৭ অক্টোবর) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছয়জন কিশোর বন্ধু ট্রেনে চেপে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয়। তাদের মধ্যে তিনজন ট্রেনের বগিতে আর তিনজন ছিল ছাদে। পথে ট্রেনটি যখন পোড়াদহ স্টেশন পার হয়ে আলমডাঙ্গা আসার প্রায় দশ মিনিট দূরে, তখন ছাদে থাকা এক কিশোর হঠাৎ গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে গুরুতরভাবে দগ্ধ হয়। সঙ্গে থাকা এক বন্ধু দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় মৃত্যুর নির্মমতা। হাসপাতালে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।এদিকে আহত অবস্থায় থাকা অন্য এক কিশোর বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার ভাষ্যমতে, দলের বাকি চারজন বন্ধু কোথায় আছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার বাসিন্দা। এখনও নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে সংরক্ষিত রয়েছে। স্থানীয় প্রশাসন নিহতের পরিবার ও স্বজনদের সন্ধানে সহায়তা চেয়েছে। সহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ—যদি কেউ নিহত বা আহত কিশোরদের পরিচয় সম্পর্কে তথ্য জানেন, দয়া করে যোগাযোগ করুন: উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, ওসমানপুর পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। মোবাইল: ০১৭১৪-৪৭৭৪৫১ এক মুহূর্তের রোমাঞ্চপ্রবণতা ও কিশোরসুলভ খেয়ালের বশে ট্রেনের ছাদে ওঠাএ যেন জীবন ও মৃত্যুর সীমারেখা মুছে দেওয়া এক ভয়াবহ উদাহরণ। আলমডাঙ্গার এই মর্মান্তিক ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিল, অনিয়ন্ত্রিত কৌতূহল ও ঝুঁকি নেওয়া কখনোই আনন্দ নয়, বরং বিপদের নিমন্ত্রণ।
Leave a Reply