ওলি ইসলাম, ভেড়ামারায় থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে দামী মোবাইল ফোন এবং ল্যাপটপ ছিনতাই করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মাইক্রোষ্টান্ড সংলগ্ন ইঞ্জিনিয়ার আশরাফ’র বাড়ির সামনে মেইন সড়কে এই ঘটনাটি ঘটে। ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভুগী। সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিক রাতনাদ্বীপ গাডাভীয়ে (বর্তমান নাম ওসমান,নব মুসলিম) বৈবাহিক সূত্রে ভেড়ামারার নওদাপাড়ায় বসবাস করেন। তিনি বাসা নং-১৪৫, মাহাদা কলোনী নাভারে, নগর মোরিভালি পূর্ব আম্বরনাথ ৪২১৫০১ মহারাষ্ট্র ইন্ডিয়া পাসপোর্ট নং (ঈড়-৪৭৯৫২৯)। তার পিতার নাম রাজু গাডাভীয়ে। গত সোমাবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি তার স্ত্রী মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মোমিনুল হকের কন্যা জোবাইদা খাতুন কে সাথে নিয়ে ভেড়ামারার ঢাকা কোচষ্টান্ডের দিকে যাচ্ছিলেন। নওদাপাড়াস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে কিছু দূর আসতেই ছিনতাই চক্রের জ্জ জন সদস্য তাদের গতিরোধ করে নানা ভাবে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ভারতীয় নাগরিক রাতনাদ্বীপ গাডাভীয়ে (বর্তমান নাম ওসমান, নব মুসলিম) এর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে থাকা কোম্পানির পুরাতন ল্যাপটপ। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা ও ১ টি মোবাইল যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০বিশ হাজার টাকা। এছাড়াও অন্যান্য জিনিসপত্র সহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী জোবাইদা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
Leave a Reply