এনএনবি : তুরস্কে বেআইনিঘোষিত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) রোববার জানিয়েছে, সরকারের সঙ্গে সমন্বয় করে হওয়া নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা তুরস্ক থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। যোদ্ধাদের সমাজে অন্তর্ভুক্ত করে নিতে সরকার যেসব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, দ্রুত তার বাস্তবায়ন দেখারও তাগাদা দিয়েছে তারা। কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালান সশস্ত্র সংগ্রাম বন্ধের ডাক দেওয়ার পর এ বছরের মে-তে গেরিলা দলটি নিজেদের বিলুপ্ত ও অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়েছিল। তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া পিকেকের বিদ্রোহকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা এরই মধ্যে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের পাশাপাশি পিকেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছেও ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে পরিচিত। আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর জুলাইয়ে তারা কিছু অস্ত্র পুড়িয়ে তাদের সদিচ্ছার প্রমাণও দেয়। রোববার উত্তর ইরাক থেকে দেওয়া এক বিবৃতিতে পিকেকে বলে, তারা তাদের দৃষ্টিতে ‘স্বাধীন, গণতান্ত্রিক ও ভ্রাতৃত্বমূলক জীবনের’ ভিত্তি প্রতিষ্ঠায় সব যোদ্ধাকে সরিয়ে নিচ্ছে, পরবর্তী ধাপে নিরস্ত্রীকরণ ও সমাজে একীভূতকরণের প্রক্রিয়াগুলো চালানো হবে। এর মাধ্যমে পিকেকে যে তাদের প্রতিশ্রুতির প্রতি ‘সৎ’ তার প্রমাণ দেওয়া হয়েছে জানিয়ে পিকেকে তুরস্কের সরকারকে অবিলম্বে ‘আইনি ও রাজনৈতিক’ পদক্ষেপগুলো নিতে আহ্বান জানিয়েছে, যার মাধ্যমে পিকেকে যোদ্ধারা তুরস্কে ‘গণতান্ত্রিক রাজনীতিতে’ অঙ্গীভূত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি বাহিনীর চাপের মুখে কুর্দি এ গেরিলা দলটি তাদের সদরদপ্তর উত্তর ইরাকে সরিয়ে নেয়। তুরস্কের সেনাবাহিনী এরপরও ওই অঞ্চলগুলিতে পিকেকের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পিকেকে একসময় স্বাধীন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র সংগ্রামে নামলেও সাম্প্রতিক সময়ে তাদেরকে কুর্দি সংখ্যাগরিষ্ঠ তুরস্কের দক্ষিণপূর্বে কুর্দিদের জন্য আরও সুযোগ সুবিধা ও সীমিত স্বায়ত্তশাসনের দাবি জানাতে দেখা যায়। তুরস্ক বলছে, তারা কুর্দিদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হলেও কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের সুযোগ দেবে না। পিকেকের সঙ্গে নেটো সদস্য তুরস্কের সংঘাতের অবসান ঘটলে তা অঞ্চলটির অন্যত্রও প্রভাব ফেলবে। প্রভাব পড়বে সিরিয়াতেও, সেখানে সিরীয় কুর্দি বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতা রয়েছে। আর এ সিরীয় কুর্দিদেরকে আঙ্কারা পিকেকের শাখ হিসেবেই দেখে।
Leave a Reply