কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এছাড়াও রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর-সুলতানপুর গ্রামের ৪ যুবক আহত হয়েছে। গতকাল ২৭ অক্টোবর (সোমবার) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা হলেন বাঘা উপজেলাধীন চাঁন মন্ডলের ছেলে মুন্তাজ মন্ডল, মিনহাজ মন্ডলের ছেলে আমান (৩০) শুকুর আলীর ছেলে নাজমুল ও আরশাদ আলীর ছেলে রাকিব। এ ঘটনায় মিনহাজ মন্ডলের ছেলে আমান (৩০) ও শুকুর আলীর ছেলে নাজমুল হোসেন (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হবিরচর এলাকায় কাঁকন বাহিনী ও মন্তাজ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মন্তাজ বাহিনীর নেতা মুন্তাজসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই আমান মারা যান। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের তথ্য মতে, খড় ও জমি দখল নিয়ে বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, সোমাবার দুপুরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মরিচা ইউনিয়নের চরের কাশবন দখল করাকে কেন্দ্র করে গোলাগুলিতে আমান মন্ডল, পিতা মিনাজ মন্ডল, সাং খানপুর থানা বাঘা,জেলা রাজশাহী ও আমান জনৈক একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে আর বাকি তিনজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Leave a Reply