এনএনবি : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাতে কোন বিদেশি সেনারা অংশ নেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। গাজায় পাঠানোর জন্য আন্তর্জাতিক বাহিনীর গঠন নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। আবার আরব ও অন্যান্য রাষ্ট্রগুলো গাজায় সেনা পাঠাতে চাইবে কিনা সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র তাদের সেনা গাজায় পাঠানোর সম্ভাবনা নাকচ করেছে। ফলে গাজায় পাঠানো আন্তর্জাতিক বাহিনীতে থাকতে পারে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোর সেনারা। তবে কোন কোন দেশ এই বাহিনীতে যোগ দিতে চাইবে সেটি এখনও স্পষ্ট না। রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করি। আন্তর্জাতিক বাহিনীর ক্ষেত্রেও আমরা স্পষ্ট করে জানিয়ে যে, কোন বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য, তা ইসরায়েলই নির্ধারণ করবে। আমরা এভাবেই কাজ করি এবং এভাবেই কাজ করে যাব।”
তিনি আরও বলেন, আমাদের এই অবস্থান অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সেটি স্পষ্ট করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল এই ভূখ- অবরুদ্ধ করে রেখেছে। গাজায় যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে। এর পরবর্তী ধাপে গাজায় স্থিতিশীলতা ফেরাতে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, তিনি গাজায় তুরস্কের নিরাপত্তা বাহিনীর কোনও ভূমিকা মেনে নেবেন না। কারণ, গাজায় যুদ্ধ নিয়ে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক অবনতি হয়েছে। তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরালি হামলার নিন্দাও করেছেন। গাজায় যুদ্ধবিরতির মধ্যে সম্প্রতি ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি গত শুক্রবার বলেছেন, ইসরায়েল যেসব দেশের বাহিনী নিয়ে স্বস্তি বোধ করবে সেসব দেশের সেনা দিয়েই আন্তর্জাতিক বাহিনী গঠন করতে হবে। তবে এর মধ্যে তুরস্ক থাকবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে তিনি কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চায় গাজায় তহবিল এবং সেনা দিয়ে অবদান রাখুক আরব দেশগুলো।
Leave a Reply