বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদ ড়গমঞ্চে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে তিনি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার, ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, “দেশে এখন গণতন্ত্রের চর্চা সীমিত হয়ে পড়েছে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম — এটি মানবতার কল্যাণে পথপ্রদর্শক। আমরা চাই রাজনীতিতে নৈতিকতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা হোক।” তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধারই সংগঠনের প্রধান লক্ষ্য।
ডিবিসি নিউজের প্রতিনিধিরা সাক্ষাৎকারে জানতে চান— বর্তমান প্রজন্মকে কীভাবে ইতিবাচক ও আদর্শিক রাজনীতিতে সম্পৃক্ত করা যায়? এর জবাবে এ্যাড. রাসেল বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে পারলেই সৎ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব গড়ে উঠবে।” সাক্ষাৎকার শেষে তিনি বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখছেন, তা জাতির জন্য দিকনির্দেশক। ডিবিসি নিউজের পক্ষ থেকে জানানো হয়, এই সাক্ষাৎকারটি আসন্ন বিশেষ রাজনৈতিক বিশ্লেষণমূলক পর্বে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply