কাগজ প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক কাসেমীর পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা শাখার সহ সভাপতি আমিনুল ইসলাম মুলতান, আলহাজ্ব শেখ এনামুল হক, দপ্তর সম্পাদক মুফতি আহমাদুল্লাহ হাবিবী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান কাবিলা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: হাঃমাওঃ তাওহীদুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার, সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার সেক্রেটারি: মুফতি কামরুজ্জামান,ইবি থানার সেক্রেটারি: মোঃ মনোয়ার হোসেন,সদর থানার সেক্রেটারি: মোঃ মনিরুল ইসলাম, কুমারখালী উপজেলা শাখার সভাপতি: ডাঃ গোলাম সরোয়ার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। তফসিলের আগে গণভোট আয়োজন করতে হবে, জুলাই সনদের আইনীভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দিতে হবে, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সকল জেলা শহরের ন্যায় কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা।
Leave a Reply