ভেড়ামারা প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০ টার সময় আদর্শ কলেজ সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নূরউদ্দিন নুরু, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।
Leave a Reply