এনএনবি : জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছেন জাপানি উদ্যোক্তা ও রাজনীতিক মিকি ওয়াতানাবে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা ওয়াতানাবে এই পরিকল্পনা জানান বলে সরকারপ্রধানের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওয়াতানাবে বলেন, তারা ১২ হাজার বর্গমিটার আয়তনের একটি জমি খুঁজছেন ড্রাইভিং স্কুল স্থাপনের জন্য। “জাপানে প্রশিক্ষিত ড্রাইভারদের ব্যাপক চাহিদা রয়েছে, আর বাংলাদেশ এ ধরনের দক্ষ জনশক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে।” প্রস্তাবিত ড্রাইভিং স্কুলের জন্য ঢাকার উপকণ্ঠে উপযুক্ত জমি চিহ্নিত করতে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের নির্দেশ দেন। গত মে মাসে ইউনূসের জাপান সফরের ধারাবাহিকতায় এ বৈঠক হল। ওই সফরে জাপানি উদ্যোক্তাদের সঙ্গে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউনূসের দীর্ঘদিনের ‘ভক্ত’ ওয়াতানাবে বৈঠকে বলেন, তিনি ইতোমধ্যে নরসিংদী জেলার মনোহরদীতে অন্তত তিন হাজার বাংলাদেশিকে প্রশিক্ষণ ও নিয়োগের লক্ষ্যে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি স্থাপন করেছেন। “ইতোমধ্যে ৫২ জন কর্মী নির্মাণ ও কৃষি খাতে কাজের জন্য জাপানে গেছেন। বর্তমানে একাডেমিতে প্রতি ব্যাচে ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।” ওয়াতানাবে বলেন, কর্মী নিয়োগের পরিধি বাড়াতে ধীরে ধীরে একাডেমির কার্যক্রম ও নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণ করা হবে। প্রধান উপদেষ্টা একাডেমির পাঠ্যক্রমে জাপানি শিষ্টাচার, সংস্কৃতি ও আচরণবিধি অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন। ইউনূস বলেন, “শিষ্টাচার ও সংস্কৃতি শেখানো প্রশিক্ষণের অপরিহার্য অংশ হওয়া উচিত। এতে আমাদের কর্মীরা জাপানকে ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যাওয়ার আগেই সাংস্কৃতিকভাবে প্রস্তুত হতে পারবে।” তিনি ওয়াতানাবেকে সেবা খাত, নার্সিং, নির্মাণ ও কৃষিক্ষেত্রে প্রশিক্ষণ সম্প্রসারণের পরামর্শ দেন। এসব খাতে দক্ষ কর্মীদের জাপানে উচ্চ আয়ের সুযোগ বেশি, সে কথাও বলেন। ওয়াতানাবে জবাবে বলেন, “আমরা এসব খাতেও কাজ করতে আগ্রহী।” তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত নতুন ‘জাপান সেল’-এর প্রশংসা করেন, যা জাপানি বিনিয়োগকারী ও বাংলাদেশি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করছে। ওয়াতানাবে বলেন, তিনি ঢাকায় বা এর আশেপাশে আরেকটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করতে চান, যাতে জাপানি কোম্পানির প্রতিনিধিদের সফর সহজ হয় এবং মনোহরদীতে যেতে না হয়। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দেন, দ্রুত কোনো অব্যবহৃত আইটি পার্ক বা ভবন চিহ্নিত করতে, যা অল্প বিনিয়োগে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে রূপান্তর করা সম্ভব। ইউনূস বলেন, “আমরা একসাথে কাজ করব। ড্রাইভিং স্কুলের জন্য জমি এবং নতুন প্রশিক্ষণকেন্দ্রের জন্য উপযুক্ত স্থাপনাও খুঁজে বের করব।” প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব শাজীব খায়রুল ইসলাম জানান, শিগগিরই জাপানি বিনিয়োগকারীদের সম্ভাব্য আইটি পার্কগুলো পরিদর্শনের ব্যবস্থা করা হবে। ইউনূস জাপানি ভাষা দক্ষতা পরীক্ষান (জেএলপিটি) সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। বর্তমানে এই পরীক্ষা বছরে মাত্র দুইবার হয়, যা ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকের সময় ওয়াতানাবে স্মরণ করেন, তিনি এক দশকের বেশি সময় আগে নারায়ণগঞ্জের নারায়ণকুলে ‘ওয়াতামি স্কুল’ প্রতিষ্ঠা করেছিলেন, যা মুহাম্মদ ইউনূসের দারিদ্রমুক্ত বিশ্বের স্বপ্ন থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, “স্কুলটিতে বর্তমানে পনেরোশ শিক্ষার্থী পড়াশোনা করছে। এটি একটি দারুণ প্রতিষ্ঠান—শিক্ষার্থীরা অসাধারণ করছে।”
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন। “জাপানে প্রশিক্ষিত ড্রাইভারদের ব্যাপক চাহিদা রয়েছে, আর বাংলাদেশ এ ধরনের দক্ষ জনশক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে।”
জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে ড্রাইভিং স্কুল স্থাপনের পরিকল্পনা
Leave a Reply