এনএনবি : ক্যারিবীয় অঞ্চলে একটি নৌযানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ৬ সন্দেহভাজন ‘মাদক সন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মাদকবাহী ওই নৌযানটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী ত্রেন দে আরাগুয়া পরিচালনা করছিল, শুক্রবার তিনি এমনটাই দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানে নামার ঘোষণা দেওয়ার পর এটি ওই এলাকায় সর্বশেষ হামলা। এক্সে দেওয়া পোস্টে হেগসেথ জানান, সেপ্টেম্বরে অভিযান শুরুর পর এবারই প্রথম রাতের বেলায় হামলা চালানো হয়েছে। নৌযানটি কী বহন করছিল সে বিষয়ে কোনো প্রমাণ না দিয়ে মার্কিন এ প্রতিরক্ষামন্ত্রী মোটাদাগে ২০ সেকেন্ডের মতো একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সমুদ্রে ভাসমান একটি নৌযানে অন্তত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ কিছুর আঘাত হানার দৃশ্য এবং পরমুহূর্তে নৌযানটি বিস্ফোরিত হতে দেখা গেছে। ট্রাম্প এর আগে বৃহস্পতিবার বলেছিলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত মার্কিন কংগ্রেসকে জানানোর পরিকল্পনা করছে তার প্রশাসন। তিনি আরও বলেছেন, যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন দেখছেন না তিনি তবে এরপর মাদকচক্রের বিরুদ্ধে স্থল অভিযান শুরু হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে কয়েক হাজার সেনা, একটি পারমাণবিক সাবমেরিন, ক্ষেপণাস্ত্রবাহী একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে। ভেনেজুয়েলায় আগ্রাসন চালাতেই ওয়াশিংটনের এ শক্তি বৃদ্ধি বলে কারাকাস অভিযোগ করছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডও পাঠিয়েছে। সর্বশেষ হামলাসহ যুক্তরাষ্ট্র সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে তাদের ভাষায় ‘মাদকবাহী নৌযানের’ ওপর মোট ১০টি হামলা চালাল; এসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। হামলাগুলো নিয়ে পেন্টাগন এখন পর্যন্ত খুব বেশি তথ্য না দিলেও কিছু নৌযানে হামলা যে ভেনেজুয়েলার কাছাকাছি হয়েছে তা নিশ্চিত করেছে। এ হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ ও ‘বিচারবহির্ভূত হত্যাকা-’ হিসাবে দেখছেন বেশিরভাগ আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধেরও দাবি জানিয়েছেন। কয়েকদিন আগে ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের এ ধরনের এক হামলায় দুইজনের বেঁচে যাওয়ার খবর দিয়েছিল রয়টার্স। ওই দুইজনকে পরে উদ্ধার করে মার্কিন নৌবাহিনী, পরে তাদেরকে নিজ নিজ দেশ কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে এবং ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে। তারা যুদ্ধের ‘অজুহাত সাজাচ্ছে’ বলেও তিনি সম্প্রতি অভিযোগ করেছেন। মাদুরোকে গ্রেপ্তারে সহায়তা করবে এমন তথ্য দিতে ওয়াশিংটন এ বছরের অগাস্টে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে, যা আগের পুরস্কারমূল্যের দ্বিগুণ। যুক্তরাষ্ট্র মাদুরোর সঙ্গে মাদক চোরাকারবারি ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর যোগসাজশ আছে বলেও অভিযোগ করছে; ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
Leave a Reply