আতিয়ার রহমান ॥ গাদন খেলা একটি প্রাচীন খেলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতিরও একটি অংশ। যুব ও কিশোর সমাজের মানষিক শক্তি গড়ার বিশেষ সহায়তা করে, মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে সহায়তা করে গাদন খেলা। একপাশে অতিথিদের আসন, মাঠের চারদিকে দড়ির সঙ্গে রঙ-বেরঙের কাগজ লাগিয়ে ঘেরা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। তার চারদিকে ভিড় করে আছেন কয়েক হাজার দর্শক। তাদের মাঝে দুই দলে বিভক্ত হয়ে ১০ জন খেলোয়াড় খেলছেন। এক দল ঠেকাচ্ছে, অপরদল ঝোলাঝুলি করে প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। এসব দেখে আনন্দিত দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। গতকাল শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মদহ গ্রামে মালিথাপাড়ায় বাঁশবাগানে মনোরম পরিবেশে এমনই দৃশ্য দেখা গেলো।
১১ নং আদাবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো: রুস্তম আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এছাড়াও উপজেলা বিএপির সাধারন সম্পাদক মো: বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তফা, যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু সহ আরো অনেকে।
প্রধান অতিথীর বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাদন খেলার আয়োজন করেছে আয়োজকরা, ইতিপুর্বে এই ধরনের খেলার আয়োজন থাকলে তা এখন বিলিনের পথে। এ ধরনের খেলা প্রতিবছর আয়োজন করলে গ্রামের যুবসমাজ খেলার দিকে মনোযোগী হবে।
ওই মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলার আয়োজন করা হয়। হারানো ঐতিহ্যকে যুব সমাজের মাঝে ফিরিয়ে আনতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এমন খেলার আয়োজন করে ধর্মদহ মালিথাপাড়া তরুণ সংঘ। ১৬ দলের খেলার আজ ২ দলের ফাইনাল খেলায় মেহেরপুর গাংনী উপজেলার নওপাড়া তরুন সংঘ এবং ব্রজপুর তরুন সংঘ অংশ গ্রহন করেন। খেলা শেষে ৩-২ পয়েন্টে ব্রজপুরকে বিজয়ী ঘোষনা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ বিষয়ে গ্রামের বয়োজ্যেষ্ঠ রবিউল ইসলাম বলেন, ‘২৫-৩০ বছর আগেও এই গ্রামে গাদন, লাঠি খেলা, হাডুডু, ফুটবলসহ নানান খেলা হতো। আমি নিজেও গাদন খেলেছি। আর এখন সেসব খেলা নেই।’
রেজাউল ইসলাম বলেন, ‘এখনকার ছেলেপেলে মাঠে আসলেও খেলাধুলা করে না। মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। মাঠে খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে।’
খেলার আয়োজক রাশিকুর রহমান বলেন, ‘হারানো ঐতিহ্যকে যুব সমাজের মাঝে ফিরিয়ে আনতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাদন খেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজন করা হবে।’
তবে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতে গাদন, লাঠি, হাডুডু, ফুটবল খেলা নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন দর্শকবৃন্দ।
Leave a Reply