বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সীমান্তে মানবিক উদ্যোগে বাংলাদেশে ফিরে এলেন ৩১ জন নারী, পুরুষ ও শিশু। শনিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে। সূত্র জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে আটক হন এসব বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে আদালতের নির্দেশে সাজা শেষ হলে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। হস্তান্তরিতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে মোট ৩১ জন রয়েছেন। দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে দর্শনা থানার মাধ্যমে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও জানান, অধিকাংশই দালাল চক্রের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিলেন। সীমান্ত পেরোনোর সময় কিংবা ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আটক হয়ে দীর্ঘ সময় কারাভোগ শেষে দেশে ফিরেছেন তারা। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। মানবিক এ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের গ্রহণ করছে বিজিবি।
Leave a Reply