তিনমাস মেয়াদী কমিটি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের ১৭ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কার্যনির্বার্হী পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৯০ দিনের জন্য এই আহবায়ক কমিটি গঠন করা হয়। গতকাল ২৫ নভেম্বর শনিবার থেকে এই আহবায়ক কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। এই কমিটি নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করবেন।
উক্ত কমিটির আহবায়ক হয়েছেন আল-মামুন সাগর ও আবু মনি জুবায়েদ রিপনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন লুৎফর রহমান কুমার, নুরুন্নবী বাবু, আব্দুর রাজ্জাক বাচ্চু, দেবাশীষ দত্ত, এম লিটন-উজ জামান, মোকাদ্দেস হোসেন সেলিম, তৌহিদী হাসান, নিজাম উদ্দিন, আনিসুজ্জামান ডাবলু, নুরুল কাদের, এস এম রাশেদ, দেলোয়ার মানিক, আব্দুল জিহাদ, খালিদ হাসান সিপাই ও এ এইচ এম আরিফ
গত ০৬-০৯-২৫ইং তারিখে ক্লাবের নির্বাহী পরিষদের সভায় গঠনতন্ত্রের ১৪ ধারা মোতাবেক উক্ত ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নির্বাহী পরিষদের গঠন করা উক্ত আহবায়ক কমিটি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কুষ্টিয়া প্রশাসক কাছে প্রেরণ করা হয়েছে। তিনি ১৭ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি চুড়ান্ত অনুমোদন করবেন। এই আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করবেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ও বর্তমান আহবায়ক আল-মামুন সাগর বলেন, গঠনতন্ত্র মোতাবেক কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২৫) মেয়াদের কমিটির ২৪ অক্টোবর সময় শেষ হয়। উক্ত সময়ের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান ও তফশিলসহ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়নি। তাই এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply