ঐক্য ও ইতিবাচক সাংবাদিকতার অঙ্গীকার
আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বেলা ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুনু খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, রিফাজ্জেল হোসেন, কে.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ কাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মোহা: মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী, এবং কার্যনির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম উলু। সভায় প্রেসক্লাবের আসন্ন স্মরণিকা প্রকাশের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি সম্পাদকীয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি শীতকালীন পিকনিকের তারিখ ও স্থান নির্ধারণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের কলমের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিরপেক্ষ, গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
সভাপতি মোঃ বশিরুল আলম তার বক্তব্যে বলেন, “আমাদের প্রেসক্লাবটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হলেও এই প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হবে—ক্লাবের ভাবমূর্তি রক্ষা করা এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা।” সভায় উপস্থিত সদস্যরা কমিটির প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবকে আরও শক্তিশালী, সক্রিয় ও গণমুখী করার অঙ্গীকার করেন। সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply