এনএনবি : বাজারে চীনের বিরল খনিজে একাধিপত্য ঠেকানোর উপায় খুঁজছে যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন। আর সেই চেষ্টাতেই বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র একটি চুক্তি সই করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে।
এটি কেবল চীনের ওপর পশ্চিমা বিশ্বের নির্ভরতা কমাতে প্রয়োজনীয় গেমচেঞ্জারই নয়—বরং একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপও। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৮৫০ কোটি ডলারের একটি চুক্তিতে সই করেছেন। এতে প্রতিরক্ষা, উন্নত উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ উপাদান উন্নয়ন ও পরিশোধন প্রকল্পে এই অর্থ বিনিয়োগ করা হবে। চুক্তিতে বলা হয়েছে, আগামী ছয় মাসে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন প্রকল্পে দুই দেশ ১শ’ কোটি ডলার বিনিয়োগ করবে। হোয়াইট হাউজ এই চুক্তিকে বর্ণনা করেছে “গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানিতে আধিপত্য অর্জনের” পদক্ষেপ হিসেবে। যদিও বিশ্লেষকরা বলছেন, চীনের প্রভাবের ক্ষেত্রে এটি এখনই বড় কোনও পরিবর্তন আনবে না। বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ ব্যবস্থায় এখনও চীন প্রভাবশালী। তারা প্রায় ৯০ শতাংশ পরিশোধিত বিরল খনিজ, ৯০ শতাংশের বেশি গ্রাফাইট, ৮০ শতাংশের কাছাকাছি কোবাল্ট এবং প্রায় ৭০ শতাংশ লিথিয়াম উৎপাদন করে।
ইন্দোনেশিয়ার নিকেল শিল্পেও তাদের নিয়ন্ত্রণ থাকায় বিশ্বজুড়ে পরিশোধিত নিকেলের প্রায় ৭০ শতাংশই চীনের প্রভাবাধীন। তবুও যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া চুক্তি ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমা দেশগুলো এখন চীনের বিকল্প গড়ে তোলার দিকেই মনোযোগী হচ্ছে। তারা এই লক্ষ্য পূরণে অর্থ বিনিয়োগেও প্রস্তুত। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ২২০ কোটি ডলারের সাতটি বিনিয়োগ প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে।
এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে বিরল খনিজের আরাফুরা খনি কোম্পানি এবং নিউ সাউথ ওয়েলসে সানরাইজ এনার্জি মেটালস-এর স্ক্যান্ডিয়াম ও নিকেল-কোবাল্ট প্রকল্প। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ায় অ্যালুমিনা রিফাইনারির পাশে গ্যালিয়াম উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম উৎপানকারী অ্যালোকোয়া সহায়তা করার পরিকল্পনাও রয়েছে চুক্তিতে। এতে বিশ্বের চাহিদার প্রায় ১০ শতাংশ গ্যালিয়াম সরবরাহ কো সম্ভব হবে। সিডনিতে মঙ্গলবার শুরু হওয়া আন্তর্জাতিক খনিজ সম্মেলনে চুক্তিটি উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করা হলেও অংশগ্রহণকারীরা স্বীকার করেছেন, পশ্চিমা দেশগুলো এখনও চীনের তুলনায় অনেক পিছিয়ে।
এক বক্তা তুলনা করেছেন—“চীন দৌড়ের তিন-চতুর্থাংশ পেরিয়ে গেছে, পশ্চিমা দেশগুলো এখনো স্টার্টিং ব্লক বসাচ্ছে।” চুক্তির অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে আরও সময় লাগবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমনকি কম সুদে সরকারি অর্থায়ন হলেও অস্ট্রেলিয়া বা পশ্চিমা দেশগুলো চীনের তুলনায় কম খরচে পরিশোধিত ধাতু উৎপাদন করতে পারবে না। ফলে চীনের বাইরের সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে পশ্চিমা সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বেশি দাম দিতে হবে। এই ব্যয় কমাতে তারা খনিজ রয়্যালটি মওকুফ, কর ছাড়, অথবা চীনা উৎসের উপকরণের উপর শুল্ক আরোপের মতো পদক্ষেপ নিতে পারে।সব দিক বিবেচনায়, ট্রাম্প ও আলবানিজের স্বাক্ষরিত এই চুক্তি বড় কোনও পরিবর্তনের সূচনা নয়—বরং এটি হতে পারে ভবিষ্যতের বড় অংশীদারিত্ব ও বিনিয়োগের দিকনির্দেশনা, যা সরকারি-বেসরকারি সহযোগিতায় খনি ও পরিশোধনাগার উন্নয়নকে ত্বরান্বিত করবে।
Leave a Reply