1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 11:22 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আলমডাঙ্গায় বিলের দখল নিয়ে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশিত সময় Wednesday, October 22, 2025
  • 26 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা প্রতিনিধি ॥চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে একটি মালিকানা বিল (জলাশয়) নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে শুরু হওয়া দফায় দফায় এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। এতে আতঙ্কে পুরো গ্রামজুড়ে নেমে আসে উত্তেজনার ছায়া। আহতদের মধ্যে মজিবুল ও কোরবান নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন কুরবান আলি, রফিকুল ইসলাম, শাহাবুল আলি, ইয়ামিন আলি, আশাফুল ইসলাম, সানিম ও জুবায়েদসহ আরও অনেকে। স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের বর্তমান মেম্বার ও হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী চেংগীস প্রায় তিন বছর আগে প্রায় ৭০ জন স্থানীয় বাসিন্দার কাছ থেকে ১০ বছরের জন্য একটি পরিত্যক্ত বিল লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। তিনি নিয়মিত লিজের টাকা পরিশোধও করে আসছিলেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি–সমর্থিত একটি গ্রুপ বিলটির মালিকানা দাবি করে বসে। তারা মনসুর আলী চেংগীস মেম্বারের লিজ চুক্তি মানতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে মনসুর আলী চেংগীস মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগ–সমর্থক একটি দল বিএনপি–সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা রামদা, ফালা ও ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কুপিয়ে অন্তত ১০ জনকে রক্তাক্ত জখম করে। অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল হক, আওয়ামী লীগ নেতা ও মেম্বার মনসুর আলী চেংগীস, ডালিম, কুদ্দস জোয়ার্দার, সামসুল, আয়ুব, স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী ইমাদুল, বিস্কিট, ছানিম ও তানিম। এই রক্তাক্ত সংঘর্ষের পর কেশবপুর গ্রামজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, “বিলের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও মাছের পুকুরে বিষ দেওয়া ও পাটের জমি নষ্ট করার মতো ঘটনা ঘটেছে। কিন্তু এবার তা সরাসরি সশস্ত্র রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল।” আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার বলেন, “আজ দুপুরে নারীসহ আটজন আহতকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল–এ রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।” আলমডাঙ্গা থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান, পিপিএম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্তের কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা। রাজনৈতিক আধিপত্য ও দখলবাজির এই প্রভাব তরুণদের শিক্ষাজীবন, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক আধিপত্য, সম্পদের মালিকানা ও ক্ষমতার দখল—এই তিনের সংঘাতে আজ রক্তাক্ত কেশবপুর। প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ ও রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণই পারে এই উত্তেজনা কমিয়ে গ্রামে শান্তি ফিরিয়ে আনতে। নইলে এই সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়তে পারে আরও বৃহৎ পরিসরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640