এনএনবি : রাশিয়া থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে ধীরে ধীরে পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাবে সোমবার সমর্থন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি মন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল একথা জানিয়েছে। লুক্সেমবার্গে এক বৈঠকে মন্ত্রীরা প্রস্তাবটি অনুমোদ করেছেন। এই পরিকল্পনার আওতায়, রাশিয়ার নতুন গ্যাস আমদানি চুক্তি ধাপে ধাপে বাতিল করা শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। স্বল্প মেয়াদে যেসব চুক্তি রয়ে গেছে সেগুলো ধীরে ধীরে বাতিল হবে ২০২৬ সালের জুন থেকে। আর দীর্ঘ মেয়াদের আমদানি চুক্তিগুলো বাতিল হবে ২০২৮ সালের জানুয়ারিতে। তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হতে এখনও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন লাগবে। ইইউ দেশগুলোকে তার আগে চূড়ান্ত নিয়মকানুনগুলো ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা করে নিতে হবে।
ইইউ পার্লামেন্টে এখনও বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। তেল ও গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধ করে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার তহবিল সরবরাহ কমাতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
বর্তমানে ইইউ দেশগুলোতে রাশিয়ার গ্যাস আমদানি হয় ১২ শতাংশ। এই হার ইউক্রেইনে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের আগের ৪৫ শতাংশ থেকে কম। অন্যান্য দেশের মধ্যে হাঙ্গেরি, ফ্রান্স এবং বেলজিয়াম এখনও রাশিয়ার গ্যাস কিনছে। রাশিয়ার তেল-গ্যাস কেনা বন্ধের প্রস্তাবটি ইউরোপীয় কমিশন এমনভাবে তৈরি করেছে যাতে হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার আপত্তির মুখেও সেটি পাস হয়। এই দেশ দুটি এর আগে প্রস্তাবের বিরোধিতা করেছিল। দেশ দুটি এখনও রাশিয়ার তেল আমদানি করে যাচ্ছে। প্রস্তাবটিতে বেশিরভাগ ইইউ সদস্যদেশের সমর্থন দরকার। এটি হতে হবে অন্তত ৫৫ শতাংশ। ফলে কেবল একটি বা দুটি দেশের বিরোধিতার কারণে এই প্রস্তাব আটকে যাবে না। প্রস্তাবের টেক্সট সোমবার অনুমোদন পেয়েছে। এই প্রস্তাবে হাঙ্গেরি এবং স্লোভাকিয়াসহ ইইউ এর ভূমিবেষ্টিত সদস্য রাষ্ট্রগুলোর জন্য কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে।
ইইউ আলাদাভাবে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা করছে। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি একবছর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকেই নিষিদ্ধ হবে। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস সোমবার বলেছেন, রাশিয়ার ওপর এই নতুন নিষেধাজ্ঞা এ সপ্তাহের শুরুতেই অনুমোদন পেতে পারে।
Leave a Reply