কাগজ প্রতিবেদক ॥ জাতীয় উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র ও সমতা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন, একটি রাষ্ট্র তখনই সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও অগ্রসর হতে পারে, যখন নারী সমাজ সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে সমানভাবে ভূমিকা রাখবে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া ঈদগাহ মাঠে ‘জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি’ শীর্ষক বিএনপির নির্বাচনী ভাবনা ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সোহরাব উদ্দিন বলেন, আজ দেশের এই কঠিন সময়েও আমরা দেখছি, আমাদের মায়েরা, বোনেরা, তরুণীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন। এই সাহস, এই অংশগ্রহণই প্রমাণ করে বাংলাদেশের নারী আর পিছিয়ে নেই, তারা আজ দেশের ভবিষ্যৎ গঠনের অংশীদার। বিএনপির নির্বাচনী অঙ্গীকারে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত হচ্ছে।সভায় সভাপতিত্ব করেন পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।
Leave a Reply