কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে । গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল সকালে ‘‘কুষ্টিয়া জেলার সদর মডেল থানাধীন চৌড়হাস ফুলতলা বড়পুকুরপাড় তিন রাস্তার মোড়” এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ পুরিয়া (কাগজসহ মোট ওজন ১২ গ্রাম) মাদকদ্রব্য হেরোইন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১,০২,৭৫৫ (এক লক্ষ দুই হাজার সাতশত পঞ্চান্ন) টাকা ও ০১ টি পুরাতন বাটন মোবাইল ফোনসহ আসামী মোসাঃ লতা খাতুন ওরফে রিয়া (২৬), স্বামী- মোঃ জুয়েল বিশ্বাস, পিতা- মৃত রবিউল ইসলাম, সাং- কুঠিপাড়া (বড় ড্রেন মোড়), থানা- সদর, জেলা- কুষ্টিয়া’কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply